Sunday, 31 January 2016

Book fair and prises

বইমেলায় যত পুরস্কার

ইয়ামিন : রাইজিংবিডি ডট কম
Published:30 Jan 2016   08:08:48 PM   Saturday   ||   Updated:31 Jan 2016   04:13:54 PM   Sunday
বইমেলায় যত পুরস্কার
নিজস্ব প্রতিবেদক : আগামী সোমবার বিকেল ৩টায় শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা।
এবারের বইমেলাকে ঘিরে নানা আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি স্টল বরাদ্দ ও সর্বোচ্চ বই প্রকাশেরও আশা প্রকাশ করছেন তারা। মেলা উপলক্ষে বিভিন্ন বিষয়ে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ২০১৫ সালে প্রকাশিত বইয়ের মধ্যে সেরা বইয়ের জন্য প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে। শিল্পমান বিচারে সেরা বই প্রকাশের জন্য তিনটি প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে।

এ ছাড়া ২০১৫ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্যে সর্বাধিক বই প্রকাশের জন্য ১টি প্রতিষ্ঠানকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ এবং এ বছরের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৬/ইয়ামিন/রফিক

No comments:

Post a Comment