Friday, 29 January 2016

Famous vs famous steal

লেখা চুরির দায়ে অভিযুক্ত যেসব খ্যাতিমান

রফিক মুয়াজ্জিন : রাইজিংবিডি ডট কম
Published:28 Jan 2016   08:30:59 PM   Thursday   ||   Updated:29 Jan 2016   12:13:06 AM   Friday
লেখা চুরির দায়ে অভিযুক্ত যেসব খ্যাতিমান
রফিক মুয়াজ্জিন : এটা অবাধ তথ্যপ্রবাহের যুগ। গুগল নামের ম্যাজিক বক্স খুললেই নানা তথ্য-উপাত্ত হাতের নাগালে চলে আসে। এর সুযোগ নিয়ে অনেকেই অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেন।

দিন দিন এই প্রবণতা বাড়ছে। অখ্যাত অনেক লেখক-সাংবাদিক এই চৌর্যবৃত্তির চর্চা করেন। বিশেষ করে, কিছু সাংবাদিক তো কপি-পেস্ট করেই বেশ বাহবা কুড়াচ্ছেন। যেন তাদের চাকরিটাই চুরি করার জন্য। কিছু অনলাইন পত্রিকা চলে কেবল কপি-পেস্ট করেই।

তবে লেখা বা ভাবনা নকল করার বিষয়টি নতুন নয়। অনেক আগে থেকেই এটি হয়ে আসছে। অনেক বিখ্যাত মানুষের বিরুদ্ধেও অন্যের লেখা চুরির অভিযোগ আছে।
জানাচ্ছি এমন বিশ্বখ্যাত কিছু ব্যক্তির কথা, যারা অন্যের লেখা চুরির দায়ে অভিযুক্ত।

ড্যান ব্রাউন : যারা বিশ্বসাহিত্যের ন্যূনতম খোঁজ-খবর রাখেন, দ্য দা ভিঞ্চি কোড বইটি তারা পড়েছেন। না পড়লেও অন্তত এই রহস্য-গোয়েন্দা উপন্যাসটির নাম শুনেছেন। এটি লিখেছেন মার্কিন লেখক ড্যানিয়েল ব্রাউন, যিনি ড্যান ব্রাউন নামে পরিচিত।

২০০৩ সালে বইটি প্রকাশের কিছুদিন পর ড্যান ব্রাউনের নামে মামলা করেন মাইকেল বেইগেন্ট ও রিচার্ড লি নামের দুই লেখক। তারা অভিযোগ করেন, ড্যান ব্রাউন তাদের লেখা দ্য হোলি ব্লাড অ্যান্ড দ্য হোলি গ্রেইল বই থেকে কিছু ভাবনা নকল করেছেন। যদিও পরে মার্কিন আদালত ড্যান ব্রাউনকে এ অভিযোগ থেকে মুক্তি দেন।

পরে লুইস পারডু নামের আরেক লেখক ড্যান ব্রাউনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন। লুইস পারডু দাবি করেন, ২০০০ সালে প্রকাশিত তার ডটার অব গড বই থেকে আইডিয়া মেরে দিয়েছেন ড্যান ব্রাউন। তিনি ক্ষতিপূরণ হিসেবে ১৫০ মিলিয়ন ডলার দাবি করেন। তবে মার্কিন সুপ্রিম কোর্ট মামলাটি আমলে নেয়নি।

নিকি মিনাজ : পুরো নাম ওনিকা তানিয়া মারাজ। সংগীতভূবনে তিনি নিকি মিনাজ নামে পরিচিত। ক্যারিবীয় দ্বীপ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় জন্ম নেওয়া এই গায়িকা ও গীতিকার এখন মার্কিনমুলুকে থাকেন। ২০১২ সালে তার স্টারশিপ গানটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়। অভিযোগ রয়েছে, ক্লাইভ তানাকা নামের এক শিল্পী ও গীতিকারের ২০১১ সালে লেখা ও গাওয়া গান থেকে এটি নকল করেছেন নিকি মিনাজ।

বারাক ওবামা : না, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কারো লেখা চুরি করে বই বা গান লিখেননি। তবে তিনি যা করেছেন, সেটাও এক ধরনের চুরি-ই বটে। ২০০৮ সালে উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনি প্রচারের সময় তিনি অন্যের লিখিত বক্তব্য নকল করেন। আর এ অভিযোগ তুলেছিলেন সে সময়ে প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। পরে অবশ্য ওবামা স্বীকার করেছেন যে, ওই লিখিত বক্তব্যের কিছু অংশ তার বন্ধু ম্যাসাচুসেটসের গভর্নর ডেভাল প্যাট্রিকের। তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ছিল। 

হেলেন কেলার : বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ১৯৩২ সালে মাত্র ২৪ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন মার্কিন লেখক হেলেন অ্যাডামস কেলার। তিনি পরবর্তী সময়ে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন। প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন তিনি। হেলেন কেলার ছিলেন একজন গুরুত্বপূর্ণ লেখক ও রাজনৈতিক কর্মী।

হেলেন কেলার ১১ বছর বয়সে দ্য ফ্রস্ট কিং নামে একটি গল্প লেখেন। পরে জানা যায়, গল্পটি মার্গারেট কেনবির লেখা দ্য ফ্রস্ট ফেয়ারিজ এর নকল। অবশ্য হেলেন কেলার দাবি করেছিলেন যে, দুই গল্প মিলে যাওয়াটা কাকতালীয়।

জে কে রাউলিং : ফ্যান্টাসি সিরিজ হ্যারি পটার লিখে বিপুল খ্যাতি ও অর্থ উপার্জন করেছেন ব্রিটিশ ঔপন্যাসিক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র প্রয়োজক জোয়ান জো রাউলিং। হ্যারি পটার সিরিজের প্রত্যেকটি বই নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এবং সেগুলোও জনপ্রিয় হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী লেখকদের অন্যতম তিনি।

অভিযোগ রয়েছে, জে কে রাউলিং ১৯৮৭ সালে আদ্রিয়ান জ্যাকবের লেখা দ্য অ্যাডভেঞ্চার অব উইলি দ্য উইজার্ড উপন্যাসের প্লট নকল করে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার বইটি লিখেছেন। এজন্য ২০১০ সালের শুরুতে জে কে রাউলিংয়ের বিরুদ্ধে মামলাও করা হয়। অবশ্য রাউলিং ও তার প্রকাশক ওই মামলায় জিতে যান।

 


রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৬/রহমান/নওশের

No comments:

Post a Comment