Friday, 22 January 2016

Feb Book fair 2016

একুশে গ্রন্থমেলায় কবি-লেখকদের প্রস্তুতি

সাইফ বরকতুল্লাহ : রাইজিংবিডি ডট কম
Published:21 Jan 2016   03:39:37 PM   Thursday   ||   Updated:22 Jan 2016   07:17:20 PM   Friday
একুশে গ্রন্থমেলায় কবি-লেখকদের প্রস্তুতি
সাইফ বরকতুল্লাহ  :  দুয়ারে একুশ। কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা-২০১৬। এ বছরও মেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। দুই প্রাঙ্গণেই এখন চলছে মেলার মঞ্চ ও স্টল নির্মাণ কাজ। লেখক, প্রকাশক ও পাঠক বছরজুড়ে অপেক্ষায় থাকেন এই মেলার জন্য। প্রতি বছরের মতো এবারও রাইজিংবিডি গ্রন্থমেলা নিয়ে বিশেষ আয়োজন করেছে। এ উপলক্ষে দেশের বিশিষ্ট কয়েকজন কবি-লেখকের এবারের মেলায় প্রকাশিতব্য নতুন বই নিয়ে রচনাটি তৈরি করেছেন সাইফ বরকতুল্লাহ

মেলাকে কেন্দ্র করে অন্তর্গত তাড়না অনুভব করি : আল মাহমুদ
শরীরটা ভালো যাচ্ছে না আমার। অসুস্থ আমি। বইমেলার জন্য আমার ভেতর একটি প্রতীক্ষা কাজ করে। মেলাকে কেন্দ্র করে একটা অন্তর্গত তাড়না অনুভব করি আমি সব সময়। প্রকাশকদের আনাগোনা, বইয়ের জন্য তাদের চাপও আমার ভেতর সৃজনশীল উদ্দীপনা সৃষ্টি করে। গ্রন্থিত, অগ্রন্থিত বিভিন্ন সময়ের সাক্ষাৎকার নিয়ে বই মেলায় এবার প্রকাশিত হতে যাচ্ছে একটি গ্রন্থ। এখনও নাম ঠিক হয়নি।  এ ছাড়া একটি নতুন কবিতার বইও বের হবে।

ভেবে পাই না, হত্যার মতো জঘন্য অপরাধ বইমেলাতে কীভাবে ঘটে? : পাপড়ি রহমান
আমি খুব আনন্দিত এ জন্য যে, এবারের বইমেলায় আমার নতুন বই আসছে তিনটি। এক বছরে তিনটা বই- এমন আমি ভাবতেই পারি না। গত তিন-চার বছর ধরে লেখা আমার আত্মজীবনী ‘মায়াপারাবার’ আসছে নান্দনিক প্রকাশনা থেকে। ৭ম গল্পগ্রন্থ ‘শহর কিংবা ঊনশহরের গল্প’ আসছে চৈতন্য প্রকাশ থেকে। ড. নিয়াজ জামানের সঙ্গে যৌথ সম্পাদনা ‘অ্যালিস মানরোর নির্বাচিত গল্প’ আসছে ইউপিএল থেকে। সব কটি বইয়ের কাজই প্রায় তিন-চার বছর ধরেই করছিলাম। ফলে এক সাথেই সব প্রকাশের পথে রয়েছে। ‘মায়াপারাবার’ আমার খুব যত্নের লেখা। অন্যগুলোও তাই। কিন্তু মায়াপারাবারের প্রতি আমার দূর্বলতা এজন্যই যে, এই প্রথম আমি আমার নিজের ও নিজ পরিবারের কথা জন সন্মুখে বললাম।

নোবেলবিজয়ী নারী লেখক মানরোকে নিয়ে আমাদের কাজটিও খুবই গুরত্বপূর্ণ। আমরা অনেক সময় নিয়ে ধীরে ধীরে কাজটি করেছি। আর ‘শহর কিংবা ঊনশহরের গল্প’ আমার গত তিন-চার বছরের লেখা গল্পের সংকলন। আমি এমনিতেই স্বল্পপ্রজ লেখক, ফলে দুই বছর অন্তরেও একটা বই করা হয়ে ওঠে না। সেক্ষেত্রে এবারের বইমেলা আমার জন্য ব্যতিক্রম হিসেবে আসছে।

বইমেলাতে ভালো বইয়ের খবর যেন সবার কাছে পৌঁছায় এমন প্রত্যাশা করি।  কোনো নতুন সহিংসতা যেন না-ঘটে। আমি ভেবে পাই না, খুন বা হত্যার মতো জঘন্য অপরাধ বইমেলাতে কীভাবে ঘটে? বা কেন ঘটে? লেখক, ক্রেতা, পাঠকদের নিরাপত্তার ব্যাপারে বিশেষভাবে সজাগ থাকা উচিত। আর শুধু দেখার জন্য আসা দর্শক নয়, ক্রেতা ও পাঠকে পরিপূর্ণ থাকুক মেলা এমন প্রত্যাশা করি।

এ বছর মেলায় ৪টি বই প্রকাশিত হবে : শাকুর মজিদ
এ বছর মেলায় ৪টি বই প্রকাশিত হবে। অয়ন প্রকাশন থেকে বের হচ্ছে ৮টি নাটক নিয়ে নির্বাচিত নাটক। প্রথমা বের করছে ২৫ বছর ধরে দেখা কলকাতা শহর নিয়ে লেখা রবীন্দ্র ভ্রমণের বই ‘১০ সদর স্ট্রিট রবীন্দ্রনাথের কলকাতা’ । অন্যপ্রকাশ থেকে বের হচ্ছে মিশর নিয়ে লেখা ভ্রমণকথা ‘ফেরাউনের গ্রাম’ আর পাঞ্জেরির শাখা প্রতিষ্ঠান অক্ষরপত্র থেকে বের হচ্ছে ১২টি স্মৃতিগদ্য নিয়ে লেখা ‘মাথিউরার গেন্দাফুল কিংবা ফৌজাদার হাটের মেরিগোল্ড’।

আমার পক্ষ থেকে প্রতিনিয়ত শুভকামনা থাকবে : আফসানা বেগম
বইমেলায় আমার দুটো নতুন বই আসছে। একটি অনুবাদ, আরেকটি মৌলিক রচনা। ছোটোগল্পের জন্য নোবেল পুরস্কারপ্রাপ্ত অ্যালিস মানরোর `পলাতক` নামে একটি গল্প সংকলনের অনুবাদ আসছে। তাতে আটটি গল্প আছে। নিজের মৌলিক একটি উপন্যাস আসছে, নাম ‘প্রতিচ্ছায়া’। বিদ্যমান সামাজিক পরিস্থিতিতে কড়া শাসনে মানুষ হওয়া একটি মেয়ের সাংসারিক জীবনে নির্মম এবং অপ্রত্যাশিত পরিণতি তুলে ধরা উপন্যাসটির উদ্দেশ্য। কল্পকাহিনির মাধ্যমে কোথাও না কোথাও সামান্য হলেও সামাজিক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি।  আমার নতুন বই দুটো আসছে সন্দেশ প্রকাশনী থেকে।

প্রস্তুতি বলতে বই ছাপার যোগ্য করে তোলাই, অন্য কোনো প্রস্তুতি নেই। যেহেতু বইমেলায় ঢাকার বাইরে থাকতে হচ্ছে তাই সেখানে উপস্থিত হবার সৌভাগ্য হচ্ছে না। তবে পুরো আয়োজনটির সাথে মানুসিকভাবে একাত্ম আছি। আমার পক্ষ থেকে প্রতিনিয়ত শুভকামনা থাকবে।

তিনটির প্রকাশনা চূড়ান্ত পর্যায়ে : হাসানআল আব্দুল্লাহ
এ বছর বইমেলায় আমার পাঁচটি বই প্রকাশের কথা। এর মধ্যে তিনটির প্রকাশনা চূড়ান্ত পর্যায়ে। `নির্বাচিত গীতিকবিতা`, এটি একটি গানের সংকলন, প্রকাশ করছে অনন্যা; `ঐহিত্য ও ব্যক্তিপ্রতিভা`, একটি প্রবন্ধ সংকলন, প্রকাশ করছে শব্দশৈলী; `বৃত্তের কেন্দ্রেও কবিতা মুখ`, পূর্বপ্রকাশিত তিনটি কাব্যগ্রন্থ নিয়ে এই কবিতার বইটি প্রকাশ করছে অনুপ্রাণন প্রকাশন। অন্য দুটি গ্রন্থ `নির্বাচিত ১০০ কবিতা` ও `অধোমুখ`। এর একটি নাটকের সংকলন পুঁথিনিলয় থেকে প্রকাশিত হবার কথা রয়েছে। এ ছাড়াও রনি অধিকারী সম্পাদিত সাহিত্য পত্রিকা `অনুভূতি` প্রকাশ করছে বিশেষ `হাসানআল আব্দুল্লাহ সংখ্যা`।

আমার প্রথম গল্পের বই ‘নগর ঢাকায় জনৈক জীবনানন্দ’ : পিয়াস মজিদ
এবারের বইমেলায় বিভিন্ন বিষয়ে আমার বেশ কয়েকটি বই প্রকাশ হতে যাচ্ছে। অন্যপ্রকাশ থেকে বেরুবে আমার প্রথম গল্পের বই ‘নগর ঢাকায় জনৈক জীবনানন্দ’। ঐতিহ্য থেকে বেরুচ্ছে মুক্তগদ্যের বই ‘এলোমেলো ভাবনাবৃন্দ’। সময় প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে কবিতার বই ‘কবিকে নিয়ে কবিতা’। এই তিনটি বইয়েরই প্রচ্ছদ করেছেন প্রিয়শিল্পী ধ্রুব এষ। এ ছাড়া আমার সম্পাদনায় অনিন্দ্য প্রকাশ থেকে অগ্রন্থিত আবদুল মান্নান সৈয়দ- প্রথম খণ্ড এবং পাঠক সমাবেশ থেকে সৈয়দ শামসুল হকের জলেশ্বরী- প্রথম খণ্ড প্রকাশিত হবে।

কলকাতা বইমেলাতেও আমার দুটো বই প্রকাশিত হচ্ছে। নতুন কবিতার বই ‘নিঝুম মল্লার’ এবং কবিতাবিষয়ক প্রবন্ধের বই ও কবিতা ও কালের মন্দিরা কলকাতার প্রতিভাস প্রকাশনা সংস্থা থেকে খুব শীঘ্রই প্রকাশিত হবে।

বইমেলায় আমার দুটো বই প্রকাশিত হচ্ছে : ফারুক মঈন উদ্দীন
এবারের বইমেলায় আমার দুটো বই প্রকাশিত হচ্ছে। প্রথমা প্রকাশন থেকে ভ্রমণকাহিনী ‘সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে’ এবং মাওলা ব্রাদার্স থেকে ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক লেখার সংকলন `অর্থ-অনর্থের ব্যাংকিং ও অর্থনীতি`।

ঝামেলামুক্ত মেলা হোক এটাই প্রত্যাশা : তুষার আবদুল্লাহ
বইমেলা বাঙালির প্রাণের উৎসব। প্রতিবার ভাবি মেলা জমজমাট হবে। শুরুটাও হয় ভালো কিন্তু  মাঝপথে দেখা দেয় বিপত্তি।এবার ঝামেলামুক্ত মেলা হোক এটাই প্রত্যাশা। বইমেলার প্রস্তুতি শেষ। এবার বের হচ্ছে গল্প-উপন্যাস যৌথভাবে ‘যৌথ জমিন’ (চৈতন্য), কবিতার বই ‘তোমাকে পাঠ করিব’ (ঐতিহ্য), কিশোর কিশোরীদের জন্য ‘তুমি সুন্দর হও’(এডর্ন), ‘টিভি রিপোর্টিং’(চৈতন্য), ‘গণ মাধ্যম চিন্তা’(শ্রাবণ), এনার্জি রিপোর্টিং(আদর্শ) ও বাচ্চাদের জন্য ‘ভূতের হাসি’(ইকরিমিকরি)।

প্রকাশিত হবে ‘শ্রীহট্টকীর্তন’ : মুজিব ইরম
এবারের বইমেলায় আমার কবিতার বই বের হচ্ছে। নাম ‘শ্রীহট্টকীতর্ন’। এটি প্রকাশিত হবে চৈতন্য প্রকাশন থেকে । এ ছাড়া আরো ৩টি বই বের হওয়ার কথা রয়েছে। এগুলোর কভার ডিজাইনের কাজ চলছে।




রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৬/সাইফ

No comments:

Post a Comment