পারিবারিক রোবট আলফা-২
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:11 Jan 2016 05:40:10 PM Monday || Updated:11 Jan 2016 05:49:12 PM Monday

যেমন ঘরের লাইট জ্বালানো, বইপত্র গুছিয়ে রাখাসহ ঘরের বিভিন্ন কাজে সহায়তা করা, শিশুকে গল্প শোনানো সহ নানা কাজে দক্ষ আলফা-২।
এই রোবট ঘরের ভেতর মানুষের মতোই চলাফেরা করতে পারে। নাচতে পারে, এমনকি আপনি চাইলে এর কাছ থেকে ইয়োগা-ও শিখতে পারবেন।
১৭ বাই ১৯ ইঞ্চি সাইজের আকর্ষণীয় সুবিধার এই পারিবারিক রোবট তৈরি করেছে চায়নার ইউবিটেক নামক প্রতিষ্ঠান। ভয়েস এবং ফেসিয়াল রিকগনেশন প্রযুক্তির সাহায্যে রোবটটি বুঝতে পারে কে তার সঙ্গে কথা বলছে এবং কী ধরনের কাজের নির্দেশনা তাকে দেওয়া হচ্ছে।
আলফা-২ নামক এই রোবটটিতে ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে এটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে। নির্মাতা প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, আলফা-২ রোবটটিকে স্ক্রিনছাড়া স্মার্টফোনও বলা যায়। কেননা এতে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা যাবে। যেমন আপনি ত্বকের যত্নের কোনো অ্যাপ ডাউনলোড করলে, রোবটটি আপনাকে ত্বকের যত্নের তথ্যগুলো শোনাবে। কিংবা ইংরেজি শিক্ষার অ্যাপ ডাউনলোড করতে, রোবটটি আপনাকে ইংরেজি শেখাবে।
এক্ষেত্রে আলফা-২ রোবটটিতে ২ জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে। ওয়াই-ফাইয়ের মাধ্যমে এই রোবটটিকে ইন্টারনেটে সংযুক্ত করা যায় এবং আপাতত এটি ১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
রোবটটি নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব সফটওয়্যারে তৈরি হলেও, এটিতে অন্যান্য সফটওয়্যার ব্যবহার করার জন্য ডেভেলপারদের সুবিধা দেওয়া হয়েছে, ফলে ভবিষ্যতে আরো অনেক সুবিধা যোগ করা যাবে এতে।
নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে একটি আলফা-২ রোবট আরেকটি আলফা-২ রোবটের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং তাদের নিজেদের একটি সোশ্যাল প্লাটফর্ম থাকবে।
আগামী মার্চে পারিবারিক এই রোবট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে এবং দাম প্রায় ১৩০০ ডলার হতে পারে বলে জানা গেছে। বাংলাদেশি টাকায় যার দাম ১ লাখ ২ হাজার টাকার মতো (ভ্যাট ও ট্যাক্স ছাড়া)।
তথ্যসূত্র: ডেইলি মেইল
রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment