সমুদ্রে ইকো-ভিলেজ
শামীমা : রাইজিংবিডি ডট কম
Published:12 Jan 2016 12:34:54 AM Tuesday || Updated:12 Jan 2016 10:01:19 AM Tuesday

সমুদ্রের নিচে ইকো-ভিলেজ
সম্প্রতি স্থপতি ভিনসেন্ট সমুদ্রে সিরিজ ‘ইকো-ভিলেজ’ নির্মাণের একটি উচ্চাভিলাষী পরিকল্পনা প্রকাশ করেছেন। তার এ পরিকল্পিত ইকো-ভিলেজে ভবিষ্যতে ২০ হাজার মানুষ বাস করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। ‘অ্যাকোরিয়া’ নামে এই প্রকল্পটি সম্পূর্ণ স্বনির্ভর হবে। পেঁচানো আকৃতির এই ইকো-ভিলেজ ভূ-পৃষ্ঠের ম্যানগ্রোভ বনাঞ্চল থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকবে। ব্যবহৃত প্লাস্টিক প্রক্রিয়াজাত করে সেগুলো দিয়ে নির্মাণ করা হবে জেলিফিশ আকৃতির প্রতিটি স্থাপনা।
ভিনসেন্ট জানান, এই অ্যাকোরিয়া প্রকল্পে বসবাসের স্থান, বিজ্ঞান গবেষণাগার, অফিস, হোটেল, খেলার মাঠসহ আড়াইশ ফ্লোর থাকবে। ইকো-ভিলেজ পানির নিচে এক হাজার মিটার (তিন হাজার দুইশ ৮০ ফুট) পর্যন্ত গভীর হবে। সেখানে সমুদ্রের পানি লবণমুক্ত করে পানের উপযুক্ত করা হবে, জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে এবং এক ধরনের জৈব-রাসায়নিক পদার্থের মাধ্যমে আলো সরবরাহের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের (শক্তিশালী স্রোত, ঝড় বা ভূমিকম্প) প্রভাব সম্পর্কেও সতর্কতা অবলম্বন করা হবে। এ ক্ষেত্রে ইকো-ভিলেজের অধিবাসীরা দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন। কারণ সামুদ্রিক ঘূর্নিঝড় ও প্রাকৃতিক বন্যা থেকে ইকো-ভিলেজকে রক্ষা করতে পারবে এই ভবনের জ্যামিতিক গঠন ও ভারসাম্য রক্ষার ক্ষমতা।
এর বহিরাবরণ এমনভাবে তৈরি হবে, যে সমুদ্রের উপরিতল থেকে নিচের দিকে কোনো ধরনের বিপর্যয় বা চাপ সৃষ্টি হলে এর পুরুত্ব বেড়ে যাবে। এভাবেই বিভিন্ন দুর্যোগ থেকে এটি রক্ষা পাবে বলে জানান ভিনসেন্ট।
রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৬/এসএন/তারা
No comments:
Post a Comment