Wednesday, 13 January 2016

Great man Gen.Jacob

 Great man Gen.Jacob

মুক্তিযুদ্ধের পরমবন্ধু জেনারেল জ্যাকব পরলোকে

রুহুল : রাইজিংবিডি ডট কম
Published:13 Jan 2016   02:36:51 PM   Wednesday   ||   Updated:13 Jan 2016   02:51:37 PM   Wednesday
জেএফআর জ্যাকব

জেএফআর জ্যাকব

রাইজিংবিডি ডেস্ক : চলে গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরমবন্ধু ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জেএফআর জ্যাকব। বুধবার সকালে দিল্লির আরঅ্যান্ডআর মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

জেনারেল জ্যাকব ১৯৭১ সালে পাকিস্তানকে আত্মসমর্পণে রাজি করিয়ে নিজ হাতে দলিলের খসড়া লিখেছিলেন। ১৯২৩ সালে জন্ম নেওয়া জ্যাকব বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

স্বাধীনতাযুদ্ধে তার অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে সম্মানিত করে। যুদ্ধের সময় জ্যাকব ছিলেন মেজর জেনারেল এবং ভারতীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান।

ব্রিটিশ শাসনামলে জ্যাকব কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে অংশ নেন। পরে ১৯৭৮ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসরের পর তিনি ভারতের গোয়া ও পাঞ্জাবের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।




রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৬/রুহুল

No comments:

Post a Comment