চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন শনিবার
রেজাউল : রাইজিংবিডি ডট কম
Published:27 Jan 2016 04:33:16 PM Wednesday || Updated:27 Jan 2016 05:41:59 PM Wednesday

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে চট্টগ্রামের বৃহত্তম এবং বিশ্বমানের এই বাণিজ্যিক অবকাঠামো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্বের ৩২৭টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নেটওয়ার্কে সংযুক্ত হবে বন্দরনগরী চট্টগ্রাম।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম রাইজিংবিডিকে জানান, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রধান বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অর্থায়নে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি নির্মাণ করা হয়েছে। ২৪ তলাবিশিষ্ট ভবনটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। এই সেন্টারে থাকছে ৫ কোটি টাকায় নির্মিত বাংলাদেশের রপ্তানি পণ্যের বিশালাকারের প্রদর্শনী কেন্দ্র। দেশের ১৩৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রদর্শনী থাকবে এই কেন্দ্রে।
জানা যায়, চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উচ্চতা প্রায় ৯১ মিটার বা ২৯৮ ফুট। যেটি দেশের একমাত্র বাণিজ্যিক কেন্দ্র। বর্তমানে এটি চট্টগ্রামের সর্বোচ্চ বাণিজ্যিক ভবনও। ২৪ তলাবিশিষ্ট এই ভবনে তিনটি বেজমেন্ট। নিচতলায় ব্যাংক ও অস্থায়ী এক্সিবিশন হল। দ্বিতীয় তলায় ব্যাংক, শপিংমল ও ফুডকোর্ট এবং তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম তলায় অফিস পাড়া, চতুর্থ তলায় স্থায়ী ও অস্থায়ী এক্সিবিশন হল, পঞ্চম তলায় আইটি জোন, ইন্টারন্যাশনাল ট্রেড ইনস্টিটিউট, সভাকক্ষ ও মিডিয়া সেন্টার, অষ্টম তলায় হেলথক্লাব, ব্যাংকুইট হল ও স্নোকার রুম, নবম তলায় টেনিস কোর্ট, সুইমিংপুল ও কনফারেন্স রুম এবং ১০ থেকে ২০ তলা পর্যন্ত থাকছে পাঁচ তারকা হোটেল আর ২৪ তলায় হেলিপ্যাড সুবিধা। পাঁচ তারকা হোটেল হিসেবে বিশ্ববিখ্যাত চেইন হোটেল গ্র্যান্ড হায়াতের সঙ্গে চুক্তির অপেক্ষায় রয়েছে চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষ।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, কোনো ধরনের ব্যাংক ঋণ ছাড়াই ২০০ কোটি টাকা ব্যয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি নির্মিত হয়েছে। যা বাংলাদেশে বেসরকারি উদ্যোক্তাদের জন্য অনুকরণীয়।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধনের পাশাপাশি একই দিন চট্টগ্রাম চেম্বারের শত বর্ষপূর্তি উৎসবেরও উদ্বোধন করবেন।
চেম্বার নেতাদের মতে, দেশে প্রথমবারের মতো কোনো ব্যবসায়ী সংগঠন শত বর্ষপূর্তি উদযাপন করছে। তাই শুধু চট্টগ্রাম নয়, বিশ্ববাসীর কাছে এই দুই অর্জন স্মরণীয় করে রাখতে পাঁচদিনের জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে চট্টগ্রাম চেম্বার।
বুধবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার নেতারা পাঁচদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন।
রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ জানুয়ারি ২০১৬/রেজাউল/মুশফিক
No comments:
Post a Comment