Saturday, 30 January 2016

Airplane window round because

যে কারণে বিমানের জানালা গোলাকার হয়

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:27 Jan 2016   04:13:47 PM   Wednesday   ||   Updated:28 Jan 2016   08:24:32 PM   Thursday
যে কারণে বিমানের জানালা গোলাকার হয়
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিমান ভ্রমণের সময় জানাল দিয়ে তাকিয়ে মনোরম দৃশ্য দেখার সময়, অনেকের মনে হয়তো এই প্রশ্নটা উদয় হয় যে, বিমানের জানালাগুলো বর্গাকার না হয়ে গোলাকার হয় কেন?

বিমান ইঞ্জিনিয়াররা বছর পর বছর ধরে গবেষণা করে বিমান প্রযুক্তিতে অনেক আধুনিকতা নিয়ে এসেছে। ফলে আকাশপথে বিমান এখন অনেক বেশি সংখ্যা যাত্রী পরিবহনে সক্ষম এবং সেটা দ্রুতগতিতে। এছাড়াও নিরাপত্তা সুবিধাসহ বিমানের আকৃতিতে নানা পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

বর্তমানে বিমান অর্থাৎ উড়োজাহাজের যেই আকৃতি এটার প্রচলন শুরু হয় ১৯৫০ সাল থেকে। তবে সে সময়ের উড়োজাহাজগুলোর জানালার আকৃতি ছিল বর্গাকার। ১৯৫৩ সালে এ ধরনের দুইটি উড়োজাহাজ আকাশেই ক্রাশ করে এবং যাত্রীদের প্রাণহানি হয়।

উড়োজাহাজ দুইটির এই দুর্ঘটনার কারণ কী ছিল? কারণটা ছিল বর্গাকার জানালা!

কেননা বিমানের জানালা বর্গাকার আকৃতি মানে, সেখানে চারটি কোনা থাকা, যার মানে হচ্ছে চারটি দূূর্বল জায়গায় থাকা। যেগুলো বাতাসের চাপে ভেঙে যেতে পারে।

তাই বিমানের জানালা গোলাকার রাখা হয়, যাতে কোনা না থাকে। এতে চাপ সমানভাবে ছড়িয়ে পড়ে, জানালা ভাঙার সম্ভাবনা থাকে না।
 
এ ব্যাপারে ইউটিউব চ্যালেন রিয়েল ইঞ্জিনিয়ারিং তাদের একটি ভিডিওতে আরো বিস্তারিত তথ্য প্রকাশ করে জানিয়েছে যে, কেন বর্গাকার জানালা বিমানা থাকাটা উচিত না।

তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৬/ফিরোজ

http://www.risingbd.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8/144695

No comments:

Post a Comment