Daffodil university offer apps
শুরু হচ্ছে ‘উই ক্যান-ড্যাফোডিল অ্যাপস ফেলোশিপ’
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:31 Jan 2016 04:44:30 PM Sunday || Updated:31 Jan 2016 04:45:40 PM Sunday

১ ফেব্রুয়ারি থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে। রেজিস্ট্রেশন চলবে ৬ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত। ১৬ থেকে ৩০ বছর বয়সী যে কেউ এই অ্যাপস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এরপর বিচারকমন্ডলীর রায়ে বাছাই করা অ্যাপস সমূহকে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হবে।
চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৫ মার্চ ২০১৬। এ প্রতিযোগীতার মাধ্যমে নারী অধিকার বিষয়ক এমন অ্যাপস তৈরি করা হবে যা আমরাই পারি ও ড্যাফোডিলের সঙ্গে ‘পরিবর্তনকামী’ হিসেবে নারীদের অধিকার আদায়ে কাজ করতে সাহায্য করবে। অংশগ্রহণকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা ও সাহিত্য বিষয়ের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট এক একটি দল গঠন করতে হবে। প্রাথমিক বাছাইয়ে ২০টি দল এবং চূড়ান্ত পর্বে ৮টি দলের মধ্য থেকে সেরা বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের ২ লক্ষ টাকার প্রথম পুরস্কারসহ মোট ৫ লক্ষ টাকার ৫টি পুরস্কার প্রদান করা হবে।
৩১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিযোগিতার আয়োজকরা। এতে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম। ডিআইইউয়ের পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমানের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আমরাই পারি, বাংলাদেশের চেয়ারপারসন সুলাতানা কামাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া ও আমরাই পারি, বাংলাদেশ এর জাতীয় সমন্বয়ক জিনাত আরা হক।
সংবাদ সম্মেলনে আমরাই পারি, বাংলাদেশের জাতীয় সমন্বয়ক জিনাত আরা হক জানান, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কীভাবে ‘আমরাই পারি’ কাজ করে আসছে। তিনি বলেন, তাদের কাজের লক্ষ্য হিসেবে তারা কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এই অ্যাপস প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছেন। তিনি আরো বলেন, তারা সহকর্মী হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বেছে নিয়েছেন, কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য এই বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে।
http://www.risingbd.com/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E2%80%98%E0%A6%89%E0%A6%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B8-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AA-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AC%E2%80%99/145286
রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment