Sunday, 24 January 2016

5gm gh mouse

রাপু’র ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ওয়্যারলেস মাউস

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:24 Jan 2016   06:15:12 PM   Sunday   ||   Updated:24 Jan 2016   06:26:39 PM   Sunday
রাপু’র ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ওয়্যারলেস মাউস
বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : দেশের বাজারে এসেছে খ্যাতনামা রাপু ব্র্যান্ডের ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ট্রান্সমিশন সম্পন্ন ওয়্যারলেস অপটিক্যাল মাউস।

রাপুর এই ওয়্যারলেস মাউসগুলোতে রয়েছে ১০০০ ডিপিআই রেজ্যুলেশন সম্পন্ন হাই ট্র্যাকিং ইঞ্জিন। এছাড়াও মাউসগুলো ‘লো-পাওয়ার কঞ্জাম্পশন টেকনোলজি’ দ্বারা তৈরি এবং ১০ মিটার দুরত্ব থেকে কাজ করতে সক্ষম।

১০৯০পি এবং ৩১০০পি- এই দুইটি মডেলের রাপু মাউস বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।

৩১০০পি মডেলের ওয়্যারলেস মাউসটির রয়েছে ১৮ মাস ব্যাটারি লাইফ, মাউসটির মূল্য ১৩৫০ টাকা। ১০৯০পি মডেলের ওয়্যারলেস মাউসটির রয়েছে ৯ মাস ব্যাটারি লাইফ, এই মাউসটির মূল্য ১১০০ টাকা। ২ বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধা রয়েছে। রাপুর নতুন এই মাউসগুলো পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তি বাজারগুলোতে।

এছাড়াও ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারে চলা ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৬’ মেলা উপলক্ষ্যে রাপুর পক্ষ থেকে রয়েছে ‘স্ক্র্যাচ ইউর লাক’ শীর্ষক বিশেষ অফার। এই অফারের আওতায় রাপুর যেকোনো পণ্য ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন স্পিকার, উইন্টার জ্যাকেট এবং টি-শার্ট সহ আরো আকর্ষণীয় সব উপহার। ২৫ জানুয়ারি সোমবার শেষ হচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment