Skype group video call
স্কাইপেতে গ্রুপ ভিডিও কল সুবিধা!
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:13 Jan 2016 01:21:21 PM Wednesday || Updated:13 Jan 2016 01:22:14 PM Wednesday

সেই থেকে ডেস্কটপ ও ল্যাপটপ ব্যবহারকারীরা স্কাইপের মাধ্যমে বিনা মূল্যে ভিডিও কলিং সুবিধা পেয়ে আসছে। ২০১০ সালে মোবাইল ব্যবহারকারীদের জন্যও স্কাইপেতে ভিডিও কলিং সুবিধা নিয়ে আসা হয়। বর্তমানে বিশ্বব্যাপী ৭৫০ বিলিয়নের বেশি মানুষ তাদের মোবাইল ডিভাইসে যেমন অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন, আইফোন এবং আইপ্যাডে স্কাইপে ব্যবহার করছে।
স্কাইপের মাধ্যমে প্রায় ২ ট্রিলিয়ন মিনিট ভিডিও কলিং করা হয়েছে বলে নিজেদের ব্লগ পোস্টে জানিয়েছে স্কাইপে কর্তৃপক্ষ।
পাশাপাশি স্কাইপের ভিডিও কলিং ফিচারের এক দশক পূর্তি উপলক্ষে মোবাইল ব্যবহারকারীদের জন্য স্কাইপেতে ভিডিও কলিংয়ে নতুন ফিচার হিসেবে ‘গ্রুপ ভিডিও কলিং’ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্কাইপে কর্তৃপক্ষ।
খুব শিগগির অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন, আইফোন এবং আইপ্যাডের জন্য স্কাইপে অ্যাপটিতে গ্রুপ ভিডিও কলিং সুবিধা যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
স্কাইপেতে গ্রুপ ভিডিও কলিং ফিচারে চালুর করার আনুষ্ঠানিক বিবৃতির ভিডিও:
স্কাইপের ভিডিও কলিং ফিচারের এক দশক পূর্তির ভিডিও:
তথ্যসূত্র: দ্য নেক্সট ওয়েব
রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment