যে কারণে বিমানের জানালা গোলাকার হয়
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:27 Jan 2016 04:13:47 PM Wednesday || Updated:27 Jan 2016 04:22:02 PM Wednesday

বিমান ইঞ্জিনিয়াররা বছর পর বছর ধরে গবেষণা করে বিমান প্রযুক্তিতে অনেক আধুনিকতা নিয়ে এসেছে। ফলে আকাশপথে বিমান এখন অনেক বেশি সংখ্যা যাত্রী পরিবহনে সক্ষম এবং সেটা দ্রুতগতিতে। এছাড়াও নিরাপত্তা সুবিধাসহ বিমানের আকৃতিতে নানা পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
বর্তমানে বিমান অর্থাৎ উড়োজাহাজের যেই আকৃতি এটার প্রচলন শুরু হয় ১৯৫০ সাল থেকে। তবে সে সময়ের উড়োজাহাজগুলোর জানালার আকৃতি ছিল বর্গাকার। ১৯৫৩ সালে এ ধরনের দুইটি উড়োজাহাজ আকাশেই ক্রাশ করে এবং যাত্রীদের প্রাণহানি হয়।
উড়োজাহাজ দুইটির এই দুর্ঘটনার কারণ কী ছিল? কারণটা ছিল বর্গাকার জানালা!
কেননা বিমানের জানালা বর্গাকার আকৃতি মানে, সেখানে চারটি কোনা থাকা, যার মানে হচ্ছে চারটি দূূর্বল জায়গায় থাকা। যেগুলো সামান্য চাপে যেমন বাতাসের চাপে সহজেই ভেঙে যেতে পারে।
এ ব্যাপারে ইউটিউব চ্যালেন রিয়েল ইঞ্জিনিয়ারিং তাদের একটি ভিডিওতে আরো বিস্তারিত তথ্য প্রকাশ করে জানিয়েছে যে, কেন বর্গাকার জানালা বিমানা থাকাটা উচিত না।
তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট অনলাইন
http://www.risingbd.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8/144695
রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment