Thursday, 28 January 2016

Football vs messi

এ যেন আর্জেন্টাইনদের রাত!

পরাগ : রাইজিংবিডি ডট কম
Published:28 Jan 2016   12:50:43 PM   Thursday   ||   Updated:28 Jan 2016   06:20:49 PM   Thursday
গোলের পর সার্জিও আগুয়েরো

গোলের পর সার্জিও আগুয়েরো

ক্রীড়া ডেস্ক : ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিরই বেশ কয়েকটি ক্লাব বুধবার রাতে মাঠে নামে। তবে লিগে নয়, নিজ নিজ দেশের ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত কাপ প্রতিযোগিতায়। স্পেনে কোপা ডেল রে, ইংল্যান্ডে ক্যাপিটাল ওয়ান কাপ, ফ্রান্সে ক্যুপ ডি লা লিগ ও ইতালিতে কোপা ইতালিয়া। বাকি ছিল কেবল জার্মানির ভিএফবি পোকাল।

আর বুধবার রাতে প্রথম চারটি কাপ প্রতিযোগিতার তিনটিতেই গোল-উৎসব করেছে আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের ফিরতি লেগে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৩-১ গোলের জয় একটি গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

এজেকিয়েল লাভেজ্জি

ক্যুপ ডি লা লিগ-এ সেমিফাইনালে টোওলোসির বিপক্ষে পিএসজির ২-০ গোলের জয়ের দুটি গোলই এসেছে দুই আর্জেন্টাইন খেলোয়াড়ের পা থেকে। একটি করে গোল করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও এজেকিয়েল লাভেজ্জি।

অ্যাঙ্গেল ডি মারিয়া

কোপা ইতালিয়ার সেমিফাইনালে ইন্টার মিলানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে জুভেন্টাস। এখানে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা জোড়া গোল করলেও একটি গোল এসেছে আর্জেন্টাইন ফুটবলারের কাছ থেকে। আর তিনি আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার পাওলো দিবালা। যাকে আবার ভবিষ্যতের ‘মেসি’ নামেও ডাকা হয়।

পাওলো দিবালা

অবশ্য মেসিই বুধবার রাতে গোল পাননি। কোপা ডেল রের শেষ আটের ফিরতি লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় খেলেও গোল পাননি বার্সেলোনা ফরোয়ার্ড।

লিওনেল মেসি

নেইমার, সুয়ারেজ ও পিকের একটি করে গোলে বিলবাওকে ৩-১ ব্যবধানে হারায় বার্সা। তবে গোল না পেলেও সুয়ারেজের গোলে বড় অবদান মেসিরই। মেসির পাস থেকেই যে নিজের গোলটি করেন উরুগুইয়ান স্ট্রাইকার। সব মিলিয়ে বলাই যায়, এ যেন আর্জেন্টাইনদেরই রাত!


 http://www.risingbd.com/%E0%A6%8F-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4/144820

রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৬/পরাগ/এএন

No comments:

Post a Comment