জিকুর আবিষ্কার, ক্ষুদেবার্তায় নিয়ন্ত্রণ হবে ইলেক্ট্রনিক্স যন্ত্র
হুমায়ুন কবীর জীবন : রাইজিংবিডি ডট কম
Published:13 Jan 2016 02:15:27 PM Wednesday || Updated:13 Jan 2016 02:17:50 PM Wednesday

শিক্ষক খলিলুর রহমান ও আবিষ্কারক জিকু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনস্থ প্রেস কর্নারে সোমবার জিকু জিএসএম টেকনোলজি শীর্ষক তার এ আবিষ্কারের কথা রাইজিংবিডিকে জানালেন। জিকু ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।
জিকুর এই আবিষ্কারটি সত্যি চমকে দেওয়ার মতো। জিকু জানালেন, যেখানে অন/অফ লিখে এসএমএস করতে হবে জিএসএম মডিউলের সঙ্গে সংযুক্ত সিম এর নম্বরটিতে। ওই এসএমএস এর মাধ্যমেই ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিকাল ডিভাইসটি বন্ধ ও চালু হবে। এতে বিশ্বের যে কোন স্থান থেকে ওই সিম নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যাবে। তবে ডিভাইসটি চালু ও বন্ধ করা হলে সে সংক্রান্ত তথ্যও ওই যন্ত্রের সঙ্গে সংযুক্ত নাম্বার থেকে নির্দিষ্ট নাম্বারে পৌঁছে যাবে। এই যন্ত্র দিয়ে মূলত বাসাবাড়ির লাইট, ফ্যান, এসি, রেফ্রিজারেটর, মাঠের ইলেক্ট্রনিক পাম্পসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যাবে। প্রাথমিক পর্যায়ে এই যন্ত্র দিয়ে প্রায় ১৭টি ডিভাইস নিয়ন্ত্রণ সম্ভব বলে জিকু জানান।
মাহাবুল জিকু ২০১০-১১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বর্তমানে ৪র্থ বর্ষে অধ্যয়নরত। সে তার বিভাগীয় শিক্ষক খলিলুর রহমানের তত্ত্বাবধানে দীর্ঘ ৬মাস কাজ করে এ যন্ত্রটি আবিষ্কার করেছে। সে তার আবিষ্কৃত যন্ত্রটির ব্যবহার বিধিও দেখান। এ যন্ত্রটি তৈরিতে তার ৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।
মাহাবুল হাসান জিকু বলেন, আমার শিক্ষকের উৎসাহে এ যন্ত্রটি আবিষ্কারের চেষ্টা করেছি। আমি যেহেতু কৃষক পরিবারের সন্তান তাই কৃষক-ধনী সবাই যাতে এ প্রযুক্তি ব্যবহার করতে পারে সে বিষয়টি খেয়াল রেখেই যন্ত্রটি তৈরি করেছি।
জিকু চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের মওলা বকসের ছেলে। তিনি তার পিতার ৩ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। শৈশবে দেখেছেন, ভোর বেলা প্রচ- শীতে তার দাদা মাঠে চলে যেতেন মটর পাম্প চালু করতে। তখন থেকেই তার চিন্তা হতো মাঠে না গিয়ে কিভাবে দূর থেকে তা নিয়ন্ত্রণ করা যায়। তার সেই চিন্তা আজ বাস্তবে রূপ নিয়েছে। যার রূপকার সে নিজেই, এসএমএসের মাধ্যমে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে মটর পাম্পসহ যেকোন ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রক যন্ত্র।
রাইজিংবিডি/ইবি/১৩ জানুয়ারি ২০১৬/ জীবন/টিপু
No comments:
Post a Comment