Friday, 22 January 2016

Great man great work !

বিখ্যাত তবলাবাদক পণ্ডিত শঙ্কর ঘোষ আর নেই

সাইফুল : রাইজিংবিডি ডট কম
Published:23 Jan 2016   04:59:58 AM   Saturday   ||   Updated:23 Jan 2016   08:53:00 AM   Saturday
বিখ্যাত তবলাবাদক পণ্ডিত শঙ্কর ঘোষ আর নেই
আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত তবলাবাদক পণ্ডিত শঙ্কর ঘোষ মারা গেছেন। দক্ষিণ কলকাতার এক  নার্সিং হোমে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৫৩ সালে কলকাতায় পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তবলা শিক্ষা শুরু হয় পণ্ডিত শঙ্কর ঘোষের। উস্তাদ ফিরোজ খান, পণ্ডিত অনাথ নাথ বোস ও পণ্ডিত সুদর্শন অধিকারীর কাছেও তালিম নিয়েছেন তিনি।  উস্তাদ আলি আকবর খানের সঙ্গে ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্র সফর করেন পণ্ডিত শঙ্কর ঘোষ।

পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ বিলায়েত খান, পণ্ডিত নিখিল ব্যানার্জি, পণ্ডিত ভি জি যোগের সঙ্গেও বিদেশ সফর করেছেন শঙ্কর ঘোষ। তবলায় সঙ্গত করেছেন বড়ে গুলাম আলি খান, ওঙ্কানাথ ঠাকুর, গিরিজা দেবী, আখতারি বাইয়ের মতো বিশিষ্ট শিল্পীদের সঙ্গেও।

পণ্ডিত শঙ্কর ঘোষ আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এবং উস্তাদ হাফিজ আলি খান সম্মানে ভূষিত হয়েছেন। দেশবিদেশে ছড়িয়ে রয়েছেন তার অসংখ্য ছাত্র।


http://www.risingbd.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87/144024

রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৬/সাইফুল

No comments:

Post a Comment