মানসিক সেবায় বাংলা ওয়েবসাইট ও অ্যাপ
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:25 Jan 2016 02:56:37 PM Monday || Updated:25 Jan 2016 03:11:27 PM Monday

ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাপ ‘মনের বন্ধু’-ও চালু করা হয়েছে। বিনা মূল্যে মনের বন্ধু অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/Ezba2z থেকে।
মনের বন্ধু বাংলাদেশের প্রথম মানসিক সেবা বিষয়ক পোর্টাল ও অ্যাপ। রোববার রাজধানীর একটি রেস্টুরেন্টে ওয়েবসাইটটি চালু করেন গণমাধ্যম ব্যক্তিত্ব সারা যাকের ও কর্পোরেট আইকন রুবাবা দৌলা।
সারা যাকের বলেন, ‘তরুণ প্রজন্মের নানা বিষয়ে হতাশা দেখা যায়। তাদের হতাশা শেয়ার করার তেমন জায়গা নেই। অনলাইনে মনের বন্ধুর মাধ্যমে তরুণরা তাদের যেকোনো ধরনের প্রশ্ন আর জিজ্ঞাসা শেয়ার করতে পারছে। আর মানসিক চিকিৎসকসহ বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে পারবে।’
রুবাবা দৌলা বলেন, ‘আমাদের তরুণদের কথা বলা কিংবা শেয়ারের জায়গা অনেক কম। এ ধরনের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে তরুণদের প্রশ্ন, সংশয়, দ্বিধা, হতাশা প্রকাশের ভিন্ন এক সামাজিক নেটওয়ার্ক তৈরি হবে। সাইবার বুলিং, অনলাইন হ্যারাসমেন্ট কমানোর জন্য এই অ্যাপ দারুণ কার্যকর হবে।’
মনের বন্ধু সোশাল ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা ওয়েকআপ বাংলাদেশের নির্বাহী পরিচালক পার্থ সরকার বলেন, ‘সবার মনের কথা শেয়ারের জায়গা মনের বন্ধু ডটকম। যে কেউ ইচ্ছে করলে নিজ নামে কিংবা নাম পরিচয় গোপন রেখেই এখানে শেয়ার করতে পারবেন তার মনের না বলা সব কথা। আর তাদের উত্তর দেবার জন্য দেশে বিদেশের একদল মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শিক্ষক সর্বদা তৈরি আছেন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক পল্লব মোহাইমেন, তৌহিদা শিরোপাসহ আরো অনেকে। উল্লেখ্য, অলাভজনক সংস্থা ওয়েকআপ বাংলাদেশের প্রথম সামাজিক পণ্য মনের বন্ধু ডটকম।
রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment