Wednesday, 20 January 2016

Island vs film star owner

দ্বীপের মালিক যে তারকারা (প্রথম পর্ব)

সাইফুল আহমেদ : রাইজিংবিডি ডট কম
Published:21 Jan 2016   10:31:28 AM   Thursday   ||   Updated:21 Jan 2016   10:34:01 AM   Thursday
দ্বীপের মালিক যে তারকারা (প্রথম পর্ব)
সাইফুল আহমেদ : বিশ্বের বিভিন্ন মানুষের শখ বিভিন্ন রকম। কেউ নিজের জন্য বিলাসবহুল বাড়ি তৈরি করতে পছন্দ করেন। কেউবা পছন্দ করেন নামি-দামি গাড়ি কিনতে। কারো আবার শখ বিমান কেনার। তবে এমন কিছু তারকা আছেন যারা ব্যক্তিগতভাবে দ্বীপের মালিক হতে খুব পছন্দ করেন। হয়তো কোনো দ্বীপের সৌন্দর্য বা শান্ত প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ হয়ে তারা এটি ক্রয় করেছেন।

এমন কিছু তারকা যাদের ব্যক্তিগত দ্বীপ রয়েছে তাদের পরিচয় রাইজিংবিডির পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো-

জনি ডেপ : আমেরিকান অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও সঙ্গীতশিল্পী জনি ডেপের ‘লিটল হল পন্ডস কে’ নামের একটি ব্যক্তিগত দ্বীপ রয়েছে।



এটি ক্যারিবিয়ান সাগরে অবস্থিন। ৪৫ একর আয়তন বিশিষ্ট গ্রীষ্মপ্রধান এ দ্বীপটি জনি ডেপ কিনেছেন ৩.৬ মিলিয়ন ডলারের বিনিময়ে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের একটি চলচ্চিত্রের শুটিং করার সময় এ দ্বীপের সৌন্দর্য ও শান্ত পরিবেশে মুগ্ধ হন জনি ডেপ এবং এটি কেনার সিদ্ধান্ত নেন।

শাকিরা ইসাবেল : কলম্বিয়ান গায়িকা শাকিরা ইসাবেলের ‘বন্ডস কে’ নামের একটি ব্যক্তিগত দ্বীপ রয়েছে। এর আয়তন ৭০০ একর। এটি বাহামার উত্তরে অবস্থিত।



২০১১ সালে ১৬ মিলিয়ন ডলার দিয়ে তিনি এটি ক্রয় করেন। এই দ্বীপে রয়েছে ব্যক্তিগত সৈকত, আর্ট গ্যালারি ও বিলাসবহুল হোটেল। তিনি কোটিপতিদের জন্য এই দ্বীপে একটি অবকাশযাপন কেন্দ্র স্থাপন করছেন।

পামেলা অ্যান্ডারসন : কানাডিয়ান বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের দুবাইয়ের উপকূলে একটি ব্যক্তিগত দ্বীপ রয়েছে। তাকে ফিরে পাওয়ার চেষ্টায় ২০০৭ সালে তার প্রাক্তন স্বামী টমি লি এটি তাকে উপহার দেন।



২০০৮ সালে গুজব রটে যে, পামেলা ওই দ্বীপে একটি পরিবেশবান্ধব হোটেল তৈরির কথা ভাবছেন। তবে এ বিষয়ে পরবর্তী সময়ে আর কিছু শোনা বা দেখা যায়নি।

লিওনার্দো ডিক্যাপ্রিও : মার্কিন জনপ্রিয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও টাইটানিক হিরো লিওনার্দো ডিক্যাপ্রিওর ১০৪ একরের একটি ব্যক্তিগত দ্বীপ রয়েছে। দ্বীপটির নাম হলো ‘ব্ল্যাকাডোর কি আইল্যান্ড’। এটি বেলিজ ও আমবারগ্রিস কি এর মাঝখানে অবস্থিত।



২০০৫ সালে ১.৭৫ মিলিয়ন ডলার দিয়ে তিনি এটি ক্রয় করেন। লিওনার্দো দ্বীপটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। সেখানে একটি পরিবেশবান্ধব ‘সবুজ হোটেল’ তৈরি করার পরিকল্পনাও রয়েছে তার। দ্বীপটিতে একটি বিমানবন্দরও নির্মাণ করতে চান লিওনার্দো।

নিকোলাস কেজ : ‘লিফ কে’ নামের একটি দ্বীপের মালিকানা রয়েছে আমেরিকান অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক নিকোলাস কেজের।




৩ মিলিয়ন ডলার দিয়ে ২০০৬ সালে তিনি এটি ক্রয় করেন। ওই দ্বীপে বিপন্নপ্রায় ইগুয়ানা প্রজাতির প্রাণী রয়েছে। ফলে ওই দ্বীপে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা করতে চাইলেও তা কেজকে করতে দিতে রাজি নন পরিবেশবিদরা।




রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৬/সাইফুল

No comments:

Post a Comment