Wednesday, 13 January 2016

Earth Quake - Japan scale 6.7

Earth Quake - Japan scale 6.7

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প

এসএন : রাইজিংবিডি ডট কম
Published:14 Jan 2016   12:17:24 PM   Thursday   
জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের হক্কাইদো দ্বীপে এটি আঘাত হানে।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। কোনো সুনামি সতর্ককতাও জারি করা হয়নি।

রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর  সাড়ে ১২টায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের ফলে সমুদ্র পৃষ্ঠে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সুনামির কোনো আশঙ্কা নেই।

হক্কাইদো ইলেকট্রিক পাওয়ারের টোমারি পারমানবিক চুল্লি ও টহকু ইলেকট্রিক পাওয়ারের হিগাসিদোরি পারমানবিক চুল্লির মুখপাত্ররা জানিয়েছেন, ভূমিকম্পের সময় ূদুইটি পারমাণবিক চুল্লিই বন্ধ ছিল।

প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে নিহত হয় ১৫ হাজারেরও বেশি মানুষ। সুনামিতে দেশটির ফুকুশিমা পরমাণু কেন্দ্রে বিপর্যয় দেখা দেয়। এতে ওই কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।




রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৬/এসএন /শাহেদ

No comments:

Post a Comment