৮ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় মিরাজ!
ইয়াসিন : রাইজিংবিডি ডট কম
Published:31 Jan 2016 07:32:26 PM Sunday

যুব দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ১১৩ রান করেন। এ ইনিংস খেলার পর শান্ত যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের দখলে নিয়ে নেন (৫৪ ম্যাচে ১৭৪৭)। পেছনে ফেলেন পাকিস্তানের ওপেনার সামি আসলামকে (৪০ ম্যাচে ১৬৯৫)।
মিরাজেরও আজ সুযোগ ছিল শীর্ষে যাওয়ার। তবে ব্যাটিংয়ে নয় বোলিংয়ে। বল হাতে যুব ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হতে মিরাজের প্রয়োজন মাত্র ২ উইকেট। ডানহাতি এ অফস্পিনারের উইকেট ৫২ ম্যাচে ৭২টি। শীর্ষে থাকা পাকিস্তানের ইমাদ ওয়াসিমের উইকেট ৭৩টি।
২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে ৪৯ ম্যাচ খেলেছেন ইমাদ। দীর্ঘ ৮ বছর ধরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে এ রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ইমাদ। এবার বাংলাদেশি স্পিনারের দাপটে রেকর্ডটি হারাতেই হচ্ছে পাকিস্তানি স্পিনারকে।
এক উইকেট পেলেই ইমাদ ওয়াসিমকে ছুঁয়ে ফেলবেন মিরাজ। ২ উইকেট পেলেই বাজিমাত। রোববার বাহাতি স্পিনারকে ছাড়িয়ে যেতে ৩ উইকেটের প্রয়োজন ছিল মিরাজের। সে কাজটা খুব সহজেই করে ফেলতে পারতেন বাংলাদেশের প্রতিভাবান এ তুর্কী। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ডটি করতে পারেননি! ১ উইকেট নিয়ে স্বস্তি পেয়েছেন মিরাজ।
হোক না যুব ওয়ানডে; ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশি ক্রিকেটার! ভাবতেই ভালো লাগে। এখন শুধু ২ উইকেটের অপেক্ষা। হয়ত ২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষেই উৎসব করতে পারবে ক্রিকেটপ্রেমিরা।
রাইজিংবিডি/কক্সবাজার/৩১ জানুয়ারি ২০১৬/ইয়াসিন/আমিনুল
No comments:
Post a Comment