Friday, 22 January 2016

Long tennis vs R. Federar


ফেদেরারের অনন্য রেকর্ড

সাইফুল : রাইজিংবিডি ডট কম
Published:23 Jan 2016   05:19:09 AM   Saturday   ||   Updated:23 Jan 2016   11:37:28 AM   Saturday
ফেদেরারের অনন্য রেকর্ড
ক্রীড়া ডেস্ক : টেনিস ইতিহাসে পুরুষদের মধ্যে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তারপরও থেমে নেই রজার ফেদেরার। সুইজারল্যান্ডের এই কিংবদন্তি টেনিস তারকার মুকুটে এখনো নতুন পালক যোগ হচ্ছে।

চলছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। সেখানে নতুন মাইলফলক স্পর্শ করলেন রজার ফেদেরার। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ৩০০টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস ম্যাচ জিতলেন।

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে এই নজির গড়ে ফেলেন ফেদেরার। এর আগে এমন কৃতিত্ব গোটা টেনিস বিশ্বে আর কেউ করে দেখাতে পারেননি ।

তৃতীয় রাউন্ডে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভকে ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৪ সেটে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছান ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার। এই নিয়ে দিমিত্রোভের সঙ্গে পাঁচবারের সাক্ষাতে জয়ের শত ভাগ রেকর্ড ধরে রাখলেন তিনি।

তথ্যসূত্র : বিবিসি স্পোর্টস



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৬/সাইফুল

No comments:

Post a Comment