Bird Suicide location in Assam
পাখিরা যেখানে আত্মহত্যা করে (ভিডিও)
সাইফ : রাইজিংবিডি ডট কম
Published:16 Jan 2016 01:42:36 PM Saturday || Updated:17 Jan 2016 12:51:23 PM Sunday

এখানে বিভিন্ন পাখি আসে আত্মহত্যা করতে। ঝাঁকে ঝাঁকে নিয়ম মেনে প্রতিবছর আসে। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিদিন সন্ধ্যার সময় অনেক দূর থেকে পাখিরা আসতে থাকে। আর প্রায় নির্দিষ্ট দেড় কিলোমিটার জায়গাজুড়ে তারা ওপর থেকে টপাটপ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে থাকে। অনেক দিন ধরে চলছে এই ঘটনা।
জাতিঙ্গা গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, ঈশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করতেই পাখিরা আসে এখানে। যদিও এর কোনো যুক্তি কিংবা ব্যাখ্যা নেই। তবে এখন দেশ-বিদেশের অনেক বিজ্ঞানী পাখিদের এভাবে আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।
সূত্র : জিনিউজ
রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৬/সাইফ/তারা/এএন
No comments:
Post a Comment