Sunday, 17 January 2016

Bird Suicide location in Assam

Bird Suicide location  in Assam

পাখিরা যেখানে আত্মহত্যা করে (ভিডিও)

সাইফ : রাইজিংবিডি ডট কম
Published:16 Jan 2016   01:42:36 PM   Saturday   ||   Updated:17 Jan 2016   12:51:23 PM   Sunday
পাখিরা যেখানে আত্মহত্যা করে (ভিডিও)
ডেস্ক রিপোর্ট : শিরোনাম দেখে অবাক হচ্ছেন? হ্যাঁ, সত্যিই তাই। পাখিরা আত্মহত্যা করে। তাও আবার প্রতিবছর একই জায়গায় গিয়ে তারা আত্মহত্যা করে। জায়গাটির নাম জাতিঙ্গা। ভারতের আসাম রাজ্যের ছোট্ট একটি গ্রাম। ‘পাখিদের আত্মহত্যার জায়গা’ হিসেবে এটি সবচেয়ে বিখ্যাত (It is most famous for the phenomenon of birds "committing suicide")।

এখানে বিভিন্ন পাখি আসে আত্মহত্যা করতে। ঝাঁকে ঝাঁকে নিয়ম মেনে প্রতিবছর আসে। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিদিন সন্ধ্যার সময় অনেক দূর থেকে পাখিরা আসতে থাকে। আর প্রায় নির্দিষ্ট দেড় কিলোমিটার জায়গাজুড়ে তারা ওপর থেকে টপাটপ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে থাকে। অনেক দিন ধরে চলছে এই ঘটনা।

জাতিঙ্গা গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, ঈশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করতেই পাখিরা আসে এখানে। যদিও এর কোনো যুক্তি কিংবা ব্যাখ্যা নেই। তবে এখন দেশ-বিদেশের অনেক বিজ্ঞানী পাখিদের এভাবে আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

সূত্র : জিনিউজ




রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৬/সাইফ/তারা/এএন

No comments:

Post a Comment