আলুর ছবির দাম ১৫ লাখ ডলার!
শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:25 Jan 2016 02:51:20 PM Monday || Updated:25 Jan 2016 02:58:56 PM Monday

এই ছবিটির দামই ১৫ লাখ ডলার
পেশাদার স্থির চিত্রগ্রাহক অ্যাবস্ক অনেক সেলিব্রেটির ছবি তুলেছেন। স্টিফেন স্পিলবার্গ, জনি ডেপ, মালালা ইউসুফজাইসহ অনেককেই ফ্রেমবন্দি করেছেন তিনি। ২০১০ সালে বাসায় বেশ কিছু অর্গানিক সবজির ছবি তোলার সময় এই আলুর ছবিটিও তুলেছিলেন অ্যাবস্ক। ছবিটি তার বাড়ির দেয়ালেই ঝুলানো ছিল। সম্প্রতি বাড়িতে এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করছিলেন অ্যাবস্ক। হঠাৎ করেই ছবিটির দিকে ওই ব্যবসায়ীর চোখ পড়ে। এরপরেই তিনি ছবিটি কিনতে আগ্রহ প্রকাশ করেন।
অ্যাবস্ক বলেন, ‘আমরা দুই গ্লাস ওয়াইন পান করছিলাম। এসময় সে (ব্যবসায়ী) বললো, ছবিটি আমার সত্যিই পছন্দ হয়েছে। আরো দুই গ্লাস ওয়াইন পানের পর সে বললো, আমি আসলেই ওটা চাই। দুই সপ্তাহ পর আমরা ছবিটির দাম নির্ধারণ করি। কাজের জন্য এটাই আমার সবচেয়ে বড় অংকের পাওনা।’
আলুর ছবিটির তিনটি প্রিন্ট করেছেন অ্যাবস্ক। এর একটি তিনি নিজের সংগ্রহে রেখেছেন। দ্বিতীয়টি একটি সংগ্রহশালাকে দান করেছেন এবং তৃতীয়টি ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৬/শাহেদ
No comments:
Post a Comment