ঢাকায় আসছেন ওস্তাদ আশীষ খাঁ
আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:19 Dec 2016 04:15:18 PM Monday || Updated:19 Dec 2016 04:55:18 PM Monday

ওস্তাদ আশীষ খাঁন
আগামী ২৩ ডিসেম্বর শুরু হবে দু’দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত সম্মেলনের পঞ্চম আসর। আর এতে যোগ দিতেই ঢাকায় আসছেন বলে জানিয়েছেন উৎসবের আয়োজক সংগঠন বিশ্বব্যাপী সংগীত মৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি মেহজাবিন রহমান।
নগরীর দুটি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ শাস্ত্রীয় সংগীত সম্মেলন। প্রথম দিন ২৩ ডিসেম্বর, শুক্রবার, ধানমন্ডিস্থ ছায়ানট অডিটোরিয়ামে সরোদ বাজাবেন ওস্তাদ আশীষ খাঁ।
এছাড়াও অনুষ্ঠানে সরোদ পরিবেশন করবেন বাংলাদেশের ওস্তাদ শাহদাত হোসেন খান এবং তবলায় মাতাবেন ওস্তাদ ইউসুফ আলী খান। ‘শেকড়ের সুর : গল্প ও যন্ত্র সংগীতে ওস্তাদ আশীষ খাঁ’ শিরোনামে এ আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬ টায়।
২৭ ডিসেম্বর সম্মেলনের দ্বিতীয় দিন। অলিয়ঁন্স ফ্রন্সেজ অডিটোরিয়ামে তরুণ শিল্পীদের পরিবেশনায় ‘তারুণ্যের উৎসবে শাস্ত্রীয় সংগীত- বিজয়ের ধুঁন’ শিরোনামের অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারত থেকে আগত শিল্পীরা বাজাবেন সন্তুর, সেতার, সরোদ, বাঁশরি, পাখোয়াজ ও তবলা। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪ টায়।
ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদ বাদক। তিনি বংশ পরম্পরায় ভারতের শাস্ত্রীয় সংগীতের সাথে যুক্ত। তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি এবং ওস্তাদ আলি আকবর খাঁর পুত্র। তার দাদার প্রভাবে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীত শুরু করেন এবং পরবর্তীতে তার বাবার কাছে শাস্ত্রীয় সংগীতের শিক্ষা গ্রহণ করেন তিনি। একজন বিখ্যাত সরোদ বাদক ও কম্পোজারের পাশাপাশি তিনি ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়য়ের ভারতীয় শাস্ত্রীয় সংগীত বিষয়ে অধ্যাপনা করছেন।
ওস্তাদ আশীষ খাঁ ১৯৬৭ সালে তবলা বাদক ওস্তাদ জাকির হোসেনকে সাথে নিয়ে ইন্দো-আমেরিকান সংগীত গোষ্ঠী- “শান্তি” গঠন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে, জন বারহাম, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসনের মতো বিখ্যাত সংগীতজ্ঞদের সাথে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেছেন।
রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৬/শান্ত/মারুফ
No comments:
Post a Comment