মক কাপে প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ
পরাগ : রাইজিংবিডি ডট কম
Published:18 Dec 2016 04:16:36 PM Sunday || Updated:18 Dec 2016 05:08:41 PM Sunday

বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল
রোববার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত ফাইনালে জাপানের দল শোনান বেলমারেকে ১-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল।
ম্যাচের ৩২ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক ফাহিম মোরশেদ। তার করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
দল প্লেট পর্বের চ্যাম্পিয়ন হওয়ায় দারুণ খুশি বাংলাদেশের কোচ পারভেজ বাবু, ‘আমরা প্লেট চ্যাম্পিয়ন। খুব ভালো লাগছে। এটা অনেক বড় অর্জন।’

শনিবার সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিতেও দুটি গোলই করেছিলেন অধিনায়ক ফাহিম।
রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৬/পরাগ
No comments:
Post a Comment