Sunday, 18 December 2016

Mok cup- Bangladesh champion

মক কাপে প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ

পরাগ : রাইজিংবিডি ডট কম
Published:18 Dec 2016   04:16:36 PM   Sunday   ||   Updated:18 Dec 2016   05:08:41 PM   Sunday
বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক : মালয়েশিয়াতে হওয়া সুপার মক কাপে প্লেট পর্বের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

রোববার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত ফাইনালে জাপানের দল শোনান বেলমারেকে ১-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল।

ম্যাচের ৩২ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক ফাহিম মোরশেদ। তার করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

দল প্লেট পর্বের চ্যাম্পিয়ন হওয়ায় দারুণ খুশি বাংলাদেশের কোচ পারভেজ বাবু, ‘আমরা প্লেট চ্যাম্পিয়ন। খুব ভালো লাগছে। এটা অনেক বড় অর্জন।’

mok cup

শনিবার সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিতেও দুটি গোলই করেছিলেন অধিনায়ক ফাহিম।


রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৬/পরাগ

No comments:

Post a Comment