টাকা ধার নিতেন শাহরুখ
আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:27 Dec 2016 02:38:16 PM Tuesday || Updated:27 Dec 2016 03:52:03 PM Tuesday

শাহরুখ খান
সম্প্রতি নিকেলোদিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানে তার বক্তব্যে এ কথা বলেন তিনি।
শাহরুখ বলেন, ‘আমার মনে আছে, প্রিয় লটপট কমিক বই কেনার জন্য আত্মীয় ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে টাকা ধার নিতাম। কার্টুন আমি অনেক পছন্দ করি। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ফিরলেও ঘুমানোর আগে পূর্বের ধারণকৃত কার্টুন দেখতাম।’
‘আমি যখন ছোট ছিলাম তখন চাইতাম বড় হতে। এখন আমি বড় হয়েছি। সত্যি আমি আমার শৈশবকে খুব মিস করি। আমার মনে হয়, শৈশবকালই আমাদের জীবনের সেরা সময় কারণ তখন আমরা ভাবনাহীন ছিলাম।’ বলেন তিনি।
শাহরুখের পরবর্তী সিনেমা ‘রইস’। বর্তমানে এ সিনেমার প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৬/শান্ত/মারুফ
No comments:
Post a Comment