Sunday, 25 December 2016

Glaucomma bangla aps info


গ্লুকোমা রোগ নিয়ে বাংলায় অ্যাপ

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:26 Dec 2016   12:45:26 PM   Monday   ||   Updated:26 Dec 2016   12:50:31 PM   Monday
গ্লুকোমা রোগ নিয়ে বাংলায় অ্যাপ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : চোখের জটিল রোগ গ্লুকোমা, যা যেকোনো বয়সেই হতে পারে। এটা অনিবারণযোগ্য অন্ধত্বের অন্যতম কারণ।

গ্লুকোমার প্রাথমিক কোনো উপসর্গ থাকে না। এটি ধীরে ধীরে মানুষের দৃষ্টিশক্তি ধ্বংস করে দেয়। তবে শুরুতে রোগ নির্ণয় করে ওষুধ, লেজার বা সার্জারির মতো চিকিৎসা নিলে সারা জীবন ভালো থাকা যায়। অথচ অনেকেই সচেতন নয় এ রোগ বিষয়ে। বাংলাদেশে প্রায় ৩০ লাখ মানুষ গ্লুকোমা রোগে আক্রান্ত।

চোখের উচ্চচাপ এই গ্লুকোমা নিয়ে সম্প্রতি রিলিজ হল ‘গ্লুকোমা বাংলা’ নামে অ্যাপ। গ্লুকোমা রোগের ওপর বাংলা ভাষায় এটাই সর্বপ্রথম অ্যাপ। এটি তৈরি করেছেন বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সাবেক সভাপতি, এশিয়া প্যাসিফিক গ্লুকোমা সোসাইটির কার্যনির্বাহী বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এম. নজরুল ইসলাম। তার  গ্লুকোমাবিষয়ক আরো দুটি বই রয়েছে।

এই অ্যাপ ব্যবহার করে যে কেউ গ্লুকোমা রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পর্কে ধারণা পাবেন। গ্লুকোমাজনিত অন্ধত্ব প্রতিরোধে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে Glaucoma Bangla লিখে সার্চ দিয়ে অথবা goo.gl/tkdEGL ঠিকানায় গিয়ে বিনা মূল্যে এটি ডাউনলোড করতে পারবেন।


রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৬/ফিরোজ    

No comments:

Post a Comment