প্লাস্টিক ব্যাগ থেকে জ্বালানি তেল
আশরাফুল ইসলাম : রাইজিংবিডি ডট কম
Published:06 Dec 2016 09:42:52 PM Tuesday || Updated:07 Dec 2016 08:11:44 AM Wednesday

তিনি পরীক্ষামূলকভাবে ৩০ গ্রাম প্লাস্টিক ব্যাগ থেকে ১৫ মি.লি. জ্বালানি তেল উৎপাদন করেছেন। এ প্রক্রিয়ায় ১ কেজি প্লাস্টিক থেকে আধা লিটার তেল উৎপাদন সম্ভব। এই তেল সম্পূর্ণ সালফার মুক্ত। এ প্রক্রিয়ায় ১৭% গ্যাস, ৪৩% পেট্রোল, ২৩% কেরোসিন, ১৪% ডিজেল এবং ৩% কার্বন রেসিডিউ তৈরি হয়। এ গবেষণা প্রতিবেদন মঙ্গলবার ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে পেশ করেন তিনি। ভিসি এই উৎপাদন কৌশলকে একটি যুগান্তকারী সাফল্য বলে অভিহিত করেছেন।
ড. মোহম্মাদ মাহমুদুর রহমান জানান, এ প্রক্রিয়াটি অত্যন্ত লাভজনক হবে কারণ, প্রক্রিয়ায় ব্যবহৃত ক্যাটালিস্টটি তৈরির কাঁচামাল সস্তা ও সহজলভ্য। উৎপাদিত মিশ্রিত তেলকে Fractional Distillation-এর মাধ্যমে আলাদা করে প্রতি লিটার ৩০ টাকা হারে বাজারজাত করা সম্ভব। প্রাথমিক অবস্থায় স্বল্প পরিসরে একটি মেশিন থেকে প্রতি মাসে কমপক্ষে ৩০০ লিটার তেল উৎপাদন করা যাবে। বড় পরিসরে প্রতি মাসে লক্ষ লক্ষ লিটার তেল উৎপাদন করা যাবে। এর ফলে পরিত্যক্ত প্লাষ্টিক ব্যাগ থেকে জ্বালানি তেল উৎপাদনের মাধ্যমে প্লাষ্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ দূষণ থেকে সমগ্র দেশ রক্ষা পাবে। এই তেল সকল প্রকার যানবাহন, সেচ পাম্প ও অন্যান্য ক্ষেত্রে জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে। এই প্রক্রিয়ায় উৎপাদিত গ্যাস থেকে বিদ্যুৎও উৎপাদন করা যাবে। ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটি যুগান্তকারী বিপ্লব সূচিত হবে বলে বিশেষজ্ঞগণের অভিমত।
এই গবেষণাটি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাখাতে উচ্চশিক্ষা গবেষণা সহায়তার লক্ষ্যে Selective Catalytic Degradation of Waste Plastics to Gasoline & Diesel Fuel প্রকল্পের অর্থায়নে সম্পাদন করা হচ্ছে। এই প্রকল্পে বুয়েট ও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (গাজীপুর)-এর এম.ফিল গবেষকগণ সহায়তা করেছেন।
উল্লেখ্য, ড. মোহাম্মদ মাহমুদুর রহমান যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পি.এইচ.ডি এবং নেদারল্যান্ডস-এর Eindhoven University of Technology থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ এম.এস.সি ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে এম.এস.সি এবং বি.এস.সি ডিগ্রি অর্জন করেছেন। উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।
ড. মোহাম্মদ মাহমুদুর রহমান এই প্রকল্পে অর্থ বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সরকারি ও বেসরকারি পর্যায়ে আর্থিক সহায়তা পেলে বড় পরিসরে প্লাস্টিক হতে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।’
রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৬/আশরাফুল/শাহনেওয়াজ
No comments:
Post a Comment