বাতিল নোট থেকে বিদ্যুৎ
এসএস জামিল : রাইজিংবিডি ডট কম
Published:12 Dec 2016 02:31:27 PM Monday || Updated:12 Dec 2016 04:55:28 PM Monday

লক্ষণ ডান্ডি নামক ওডিশার এক যুবক এর উত্তর দিয়েছেন। তিনি দাবি করেছেন, বাতিল ৫০০ টাকার নোট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। প্রতিটি নোট থেকে বাল্ব জ্বালানোর মতো বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যাবে। লক্ষণের এ বক্তব্য মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিস্ময়ে জানতে চেয়েছেন-কীভাবে?
লক্ষণ বিদ্যূৎ উৎপাদনের ব্যাখ্যা দিয়েছেন খুব চমৎকার। তিনি বলেন, ‘৫০০ টাকার নোটের মধ্যে সিলিকন প্লেট আছে। সিলিকন প্লেট সূর্যের আলোয় রাখলে বিদ্যুৎ উৎপন্ন করে। সিলিকন প্লেটে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ পাঁচ ভোল্ট। নোটের এই বিদ্যুৎ ট্রান্সফরমার এবং তারের সঙ্গে যুক্ত করে বিশেষ প্রক্রিয়ায় ২২০ ভোল্ট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।’
তরুণ উদ্ভাবক লক্ষণ আরও জানিয়েছেন, এই বিদ্যুৎ দিয়ে অনায়াসে লাইট এবং ফ্যান চালানো যাবে। এই বিদ্যুৎ পাওয়ার ব্যাংকে জমিয়ে রাখলে রাতেও ব্যবহার সম্ভব। তবে এই বিদ্যুৎ কাজে লাগাতে সরকারের সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/শান্ত
No comments:
Post a Comment