Friday, 30 December 2016

Great Poem and robi song program

জাদুঘরে রবীন্দ্র সংগীত ও আবৃত্তি সন্ধ্যা

এসটি : রাইজিংবিডি ডট কম
Published:31 Dec 2016   10:26:36 AM   Saturday   
জাদুঘরে রবীন্দ্র সংগীত ও আবৃত্তি সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে রবীন্দ্র সংগীত ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় এই রবীন্দ্র সংগীত ও আবৃত্তি সন্ধ্যা শুরু হবে। এতে মিরা মণ্ডল রবীন্দ্র সংগীত ও নিমাই মণ্ডল আবৃত্তি করবেন।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্র এই তথ্য জানিয়েছে।

হাইকমিশন সূত্র জানায়, মিরা মণ্ডল উস্তাদ নিত্যগোপাল সাহা ও তার পুত্র অপূর্ব সাহার কাছ থেকে উচ্চাঙ্গ সংগীতে দীক্ষা নেন। তিনি ছায়ানটে সংগীতে পাঁচ বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেন।

মিরা মণ্ডল বাংলাদেশ ও ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংগীত পরিবেশন করেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং বর্তমানে একটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সংগীত বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

অপরদিকে ড. নিমাই মণ্ডল প্রখ্যাত আবৃত্তি শিল্পী ওয়াহিদুল হক, নরেণ বিশ্বাস, কাজী আবু জাফর সিদ্দিক, ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রমুখের কাছ থেকে আবৃত্তির ওপর প্রশিক্ষণ নেন। তিনি আবৃত্তিতে বাংলাদেশের একমাত্র পিএইচডি ডিগ্রিধারী।

এই সংগীত ও আবৃত্তি সন্ধ্যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এতে অংশগ্রহণের জন্য কোনো আমন্ত্রণপত্র সংগ্রহের প্রয়োজন নেই বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৬/এসটি/হাসান/এসএন

No comments:

Post a Comment