চিতা বাঘকে বালিশ বানিয়ে ঘুম (ভিডিও)
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:17 Dec 2016 05:45:52 PM Saturday || Updated:17 Dec 2016 05:50:16 PM Saturday

দক্ষিণ আফ্রিকার চিতা গবেষণা কেন্দ্রে ২০১৪-২০১৫ সাল পর্যন্ত কাজ করেছেন ডল্ফ। সেখানে চিতা বাঘের প্রজনন বৃদ্ধি বিষয়ে গবেষণা করা হয়। কাজ করতে করতেই সেখানকার চিতাদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। যদিও শুরুতে সম্পর্কটা মোটেও বন্ধুত্বের ছিল না।
ডল্ফের মতে, চিতাদের সঙ্গে ঘুমানো তাদের সঙ্গে সম্পর্ক ভালো করার একটা উপায়। তিনি বিশেষভাবে নজর দেন ইডেন নামক চিতাটির দিকে। কারণ এই মেয়ে চিতা বাঘটির জন্ম হয়েছে স্টেরাইল মেনিনজাইটিস নিয়ে। ফলে তার দেহে হাড় ও স্নায়ু ভালোভাবে বিকশিত হয়নি। এই চিতা বাঘটিকে তিনি রীতিমতো মাথার বালিশ বানিয়ে ঘুমিয়েছেন। এছাড়াও সম্পর্ক উন্নয়নে অন্যান্য চিতার সঙ্গেও বিভিন্ন সময় ঘুমিয়েছেন তিনি।
ভিডিও :
http://www.risingbd.com/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%98%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%98%E0%A7%81%E0%A6%AE-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/218149
রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment