Tuesday, 27 December 2016

81st birthday of Samsul haque sir


সৈয়দ শামসুল হকের ৮১তম জন্মবার্ষিকী আজ

টিপু : রাইজিংবিডি ডট কম
Published:27 Dec 2016   10:27:19 AM   Tuesday   ||   Updated:27 Dec 2016   11:04:46 AM   Tuesday
সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হক

নিজস্ব প্রতিবেদক : সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের ৮১তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামে জন্ম গ্রহণ করেন। গত ২৭ সেপ্টেম্বর এই লেখক ফুসফুসের ক্যানসারে ভুগে মৃত্যুবরণ করেন।

দীর্ঘ বাষট্টি বছরের লেখালেখির জীবনে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, চলচ্চিত্র, অনুবাদ, কাব্যনাট্য, গান রচনা সাহিত্যের সবগুলো ক্ষেত্রেই তিনি ছিলেন সফল। এই সাফল্যের কারণেই তিনি সব্যসাচী লেখক হিসাবে সর্বজন সমাদৃত।  প্রতিটি ক্ষেত্রেই তিনি অসাধারন সৃষ্টিশীলতার সাক্ষর রাখেন। তিনি স্বাধীনতা পদক,একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

দিবসটি উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ আজ সকাল ১১ টায় বাংলা একাডেমিতে কবি শামসুর রাহমান মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে দেশের বরেণ্য ব্যক্তিরা আলোচনা, স্মৃতিচারণ, নিবেদিত কবিতাপাঠ ও কবির লেখা কবিতা আবৃত্তির মধ্যদিয়ে সৈয়দ শামসুল হককে স্মরণ করবেন।

স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নেবেন শামসুজ্জামান খান, কবি রবিউল হুসাইন, কবি রুবী রহমান, কবি হাবীবুল্লাহ সিরাজী, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি মুহম্মদ নূরুল হুদা প্রমুখ। নিবেদিত কবিতাপাঠ ও আবৃত্তি পর্বে অংশগ্রহণ করবেন দেশের নবীন-প্রবীণ কবি ও আবৃত্তি শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।

এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিও  এ উপলক্ষে  বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে । এতে সৈয়দ হকের লেখা কালজয়ী গানগুলো গাইবেন সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর। থাকবে আবৃত্তি, নাটক থেকে পাঠ ও বিশেষ কোরিওগ্রাফি।  সন্ধ্যা ছয়টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে এই অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে সৈয়দ হকের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, যুদ্ধ এবং যুদ্ধ ও ঈর্ষা নাটক থেকে অংশবিশেষ পাঠ করা হবে। আবৃত্তি করবেন হাসান আরিফ, আহকামউল্লাহ ও গোলাম সারোয়ার।

সৈয়দ শামসুল হককে উৎসর্গ করে একটি বিশেষ নাচের কোরিওগ্রাফিও পরিবেশন করা হবে আজ। ‘আ ট্রিবিউট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’ নামের এই পরিবেশনার ভাবনা ও পরিচালনা পূজা সেনগুপ্তের। এই কোরিওগ্রাফিটি ২০১৪ সালে সৈয়দ হকের সামনেও পরিবেশন করেছিলেন পূজা। এবার দ্বিতীয়বারের মতো তিনি এটি পরিবেশন করতে যাচ্ছেন।

এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা পর্বও থাকছে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, কবি ও সাহিত্যিক মুহম্মদ নুরুল হুদা, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, কথাসাহিত্যিক আনিসুল হক এবং অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৬/টিপু

No comments:

Post a Comment