রোনালদো ৭৪৫, মেসি ৩১৬
ইয়াসিন : রাইজিংবিডি ডট কম
Published:13 Dec 2016 10:27:25 AM Tuesday || Updated:13 Dec 2016 10:42:58 AM Tuesday

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো
ব্যালন ডি’অর নিজের করে নিতে রোনালদো মোট ভোটের ৫৩% পেয়েছেন। অন্যদিকে মেসি পেয়েছেন মাত্র ১৬% ভোট। এ ব্যবধানই স্পষ্ট কত ভোটে এগিয়ে ব্যালন ডি’অর জিতে নিয়েছেন সি আর সেভেন।
এবার ব্যালন ডি’অর ভোটাভুটির প্রক্রিয়ায় সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ৩০ ফুটবলার। ভোট প্রদান করেছেন বিশ্বের ১৭৩ সাংবাদিক।

ফক্স স্পোর্টস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের সুপারস্টার রোনালদো ৭৪৫ ভোট পেয়েছেন। দুইয়ে থাকা লিওনেল মেসি পেয়েছেন ৩১৬ ভোট। অর্থ্যাৎ ৪১৯ ভোটের ব্যবধানে চতুর্থ ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। অঁতোয়ান গ্রিজমান ভোট পেয়েছেন ১৯৮টি। এছাড়া লুইস সুয়ারেজ (৯১), নেইমার (৬৮), গ্যারেথ বেল (৬০) ভোট পেয়েছেন।
সংক্ষিপ্ত তালিকায় থাকা ১১ ফুটবলার কোনো ভোটই পাননি। তারা হলেন, আন্দ্রে ইনিয়েস্তা, সার্জিও রামোস, সার্জিও অ্যাগুয়েরো, কেভিন ডি ব্রুনি, গঞ্জালো হিগুয়েন, কোকে, থমাস মুলার, ম্যানুয়েল ন্যুয়ের, পাওলো দিবালা, দিয়েগো গদিন ও হুগো লরিস।
এক ভোট করে পেয়েছেন টনি ক্রুস, লুকা মডরিচ, দিমিত্রি পায়েট।
রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/এনএ
No comments:
Post a Comment