Monday, 12 December 2016

30 years for a hotel build

এক হোটেল নির্মাণে ৩০ বছর!

শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:13 Dec 2016   08:04:54 AM   Tuesday   ||   Updated:13 Dec 2016   10:28:02 AM   Tuesday
এক হোটেল নির্মাণে ৩০ বছর!
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় হোটেলটি ৩০ বছরে পা দিতে যাচ্ছে। তবে এটি কিন্তু প্রতিষ্ঠার ৩০ বছর নয়। বরং হোটেল নির্মাণে সময় লেগেছে ৩০টি বছর। সেই সুবাদে নির্মাণ ঘোষণার পর এটি হবে হোটেলটির ৩০তম জন্মদিন।

আলোচিত এই হোটেলটির নাম রিউগইয়ং। উত্তর কোরিয়ার এই হোটেলটিতে তিন হাজার কক্ষ আছে। এই ভবনটি নির্মাণের দায়িত্বে ছিল মিশরীয় প্রতিষ্ঠান ওরাসকম। সম্প্রতি হোটেলটির ভবিষ্যত জানতে পিয়ংইয়ং উড়ে গিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

উত্তর কোরিয়ার প্রাক্তন শাসক কিম ইল সাং পিরামিড আকৃতির ১০৫ তলা এই হোটেলটির নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। দেশটির পর্যটন শিল্প বিকাশের বিষয়টিকে সামনে রেখে এটি করা হয়েছিল। হোটেলটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৪৭০ মিলিয়ন পাউন্ড। তবে ১৯৯২ সালে এর নির্মাণ কাজ থমকে যায়। নিম্মমানের নির্মাণ সামগ্রী ও বাজে লিফট সংযুক্ত করা হবে এই গুজবে নির্মাণ কাজ বন্ধ করে দেয় উত্তর কোরীয় সরকার। এরপরেও দেশটির সরকার বিভিন্ন সময় এর নির্মাণ কাজ শুরুর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৬/শাহেদ

No comments:

Post a Comment