Sunday, 25 December 2016

crow ear info

কাকের কান এমন! (ভিডিও)

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:25 Dec 2016   02:39:14 PM   Sunday   ||   Updated:25 Dec 2016   02:51:17 PM   Sunday
কাকের কান এমন! (ভিডিও)
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : পাখির কান এর প্রসঙ্গে যদি আসে, তাহলে সম্ভবত দুইটি ভাবনা আপনার মাথায় আসবে।

প্রথম ভাবনাটি হচ্ছে, পাখির কান অনেক ছোট, যা সাপের কানের মতো সহজে চোখে পড়ে না। দ্বিতীয় ভাবনাটি হচ্ছে, পাখির কান কেমন তা নিয়ে এভাবে কখনো আসলে ভাবেননি।

যা হোক, পাখির কান দেখতে খুবই ভয়ানক, যা দেখে আপনি ভয় পেয়ে যেতে পারেন। সম্প্রতি এক রেডডিট ব্যবহারকারী একটি ফুটেজ পোস্ট করেছে তার পালিত কাকের, যেখানে তিনি দেখিয়েছেন কাকের কান দেখতে আসলে কেমন। পশমের ভেতর থাকা কাকের কান আসলে অনেক বড় এবং দেখতেও খুবই ভয়ানক।



মানুষের কান যেমন বাইরে থেকে দেখা যায়, পাখির বেলায় তার উল্টোটা। পাখির কান থাকে পশমের নিচে, যা বাইরে থেকে দেখা যায় না। মানুষের মতো পাখিদের কানেরও অভ্যন্তরীণ ভাগ আছে কিন্তু তা পেচানো আকৃতির নয়। বেশিরভাগ ক্ষেত্রে সোজা আকৃতির।

পাখির শোনার অনুভূতি খুবই প্রখর এবং ডান, বাম, উপরে, নিচে যে পাশ থেকেই শব্দ আসুক না কেন পাখি সঠিকভাবে ধরতে পারে যে শব্দটা কোথা থেকে এসেছে।

শব্দের উৎসটা যেখানেই তৈরি হোক না কেন, পাখি কীভাবে যেন তা ঠিকই চিহ্নিত করতে সক্ষম হয়, অন্যান্য স্তন্যপায়ীদের মতো বাহ্যিক কানের গঠন ছাড়াই।

বিজ্ঞানীরা সম্প্রতি গবেষণা করে বের করেছেন যে, পাখির কীভাবে তা বুঝতে পারে এবং দেখা গেছে বহিস্থিত কানের স্থানে, পাখি তার সমগ্র মাথাকে ব্যবহার করে শব্দ তরঙ্গের অবস্থান শণাক্ত করতে। স্তন্যপায়ী প্রাণীর বাহ্যিক কাণের মাধ্যমে যেভাবে শব্দ তরঙ্গ প্রক্রিয়া হয়, সেভাবে পাখিও বিভিন্ন কোণ থেকে শব্দের উৎস চিহ্নিত করতে পারে মূলত তাদের ডিম্বাকৃতি শেপের মাথার দরুন।

যা হোক, কাকের কান দেখে কিছুটা ভয়ানক মনে হলে, এবার পেঁচার কানের ছিদ্র দেখে নিতে পারেন, যা দিয়ে পেঁচার চোখের অংশও দেখা যায়। 

তথ্যসূত্র : সায়েন্স অ্যালার্ট
http://www.risingbd.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/219188 


রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment