পৃথিবীর প্রাচীনতম পানি!
এস এস জামিল : রাইজিংবিডি ডট কম
Published:28 Dec 2016 10:07:08 AM Wednesday || Updated:28 Dec 2016 10:07:21 AM Wednesday

তারা বলছেন, একশ` বা দুইশ` বছর নয়, আনুমানিক ২৫০ কোটি বছর আগের পানি পাওয়া গেছে। এই পানির অস্তিত্ব পাওয়া গেছে কানাডার একটি খনিতে।
পৃথিবীর জন্মের ২০০ থেকে ২৫০ কোটি বছর পরই যে পানির স্রোতে ভেসে গিয়েছিল পৃথিবী নামের গ্রহ, এটি সেই পানি। ভূপৃষ্ঠ থেকে তিন কিলোমিটার গভীরতায় এ পানির অবস্থান নির্ণয় করেছেন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, প্রায় ২০০ কোটি বছর আগেকার এ জলস্রোত, যা এখনো একটি নির্দিষ্ট এলাকাজুড়ে রয়েছে বদ্ধ জলাশয়ের স্রোতের মতো। এটিই পৃথিবীর `আদিমতম জলস্রোত`।

তবে ভূতত্ত্ববিদদের বিশ্বাস, এ পানি এখনো টিকে রয়েছে আদিমতম অণুজীবকে ঘিরে। যাদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। সাধারণত পৃথিবীতে পানির অস্তিত্ব মেলে পৃথিবীর জন্মের পরই। পৃথিবীর বয়স এখন ৪৫৪ কোটি বছর বলে মনে করছেন গবেষকরা।
এখন প্রশ্ন উঠতে পারে, `প্রাচীনতম পানি` বিবেচনা করা হয় কী করে? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। বিজ্ঞানীরা বলছেন, পানির আইসোটোপ থেকেই এই বিষয়টি নির্ণয় করা সম্ভব। পাশাপাশি আরো কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষা করেই এটা আমরা নির্ধারণ করি।
ওই টিমের অলিভার ওয়ার নামে একজন বলেন, এখানে যে পানি পেয়েছি, এর সবকিছুই নতুন, অভিনব। এই পানির আইসোটোপে যা দেখেছি, অন্য কোথাও এমনটা দেখিনি।
আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নও এর সত্যতা নিশ্চিত করেছে।
রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৬/এসএসজে/ইভা
No comments:
Post a Comment