মা হলেন কারিনা
মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:20 Dec 2016 11:50:23 AM Tuesday || Updated:20 Dec 2016 11:56:44 AM Tuesday

কারিনা কাপুর ও সাইফ আলী খান
মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সাইফ ও কারিনা তাদের সন্তানের নাম রেখেছেন তৈমুর আলী খান। পরিচালক করণ জোহর এ তথ্য জানিয়েছেন। কারিনা-সাইফের প্রথম সন্তান তৈমুর।
তবে এর আগে সাইফ-অমৃতা সিং দম্পতির দুটি সন্তান রয়েছে। তারা হলেন সারা ও ইব্রাহিম।
সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।
রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৬/মারুফ/শান্ত
No comments:
Post a Comment