বিশ্বে স্থূল লোকের সংখ্যা বাড়ছে
শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:01 Apr 2016 08:48:44 PM Friday || Updated:02 Apr 2016 11:18:22 AM Saturday

১৯৭৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৮৬ টি দেশের প্রায় ২ কোটি প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর দৈহিক ওজনের সূচক (বিএমআই) বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে পুরুষদের মধ্যে স্থূলতার হার তিন গুন এবং নারীদের মধ্যে দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। ১৯৭৫ সাল থেকে ২০১৪ সালের মধ্যে বিশ্বে স্থূল লোকের সংখ্যা ১০ কোটি ৫০ লাখ থেকে বেড়ে ৬৪ কোটি ১০ লাখে দাঁড়িয়েছে। অপরদিকে একই সময়ে ওজন স্বল্পতার প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা ৩৩ কোটি থেকে বেড়ে ৪৬ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক অধ্যাপক মজিদ এজ্জাত বলেন, স্থূলতা রীতিমতো মহামারি আকারে দেখা দিয়েছে। তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৬/শাহেদ
No comments:
Post a Comment