কম্পিউটার বলে দেবে আপনি কখন মারা যাচ্ছেন!
মোছলেছুর রহমান : রাইজিংবিডি ডট কম
Published:11 Apr 2016 03:10:15 PM Monday || Updated:11 Apr 2016 03:16:28 PM Monday

আমাদের ব্লাড প্রেসার রয়েছে কিনা, মদ্যপান করা কমাতে হবে কিনা, স্বাস্থ্যের এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে জানতে পারি।
কিন্তু ভবিষ্যতে ডাক্তারের এই অনুমান ক্ষমতাটা চরম মাত্রায় পৌঁছাবে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন, যেখানে কম্পিউটারের একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে ডাক্তারগণ মূত্যুর দিন তারিখ পর্যন্ত বলে দিতে পারবে।
যুক্তরাজ্যের গবেষকরা একটি সুবৃহৎ প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে, যার লক্ষ্য হলো স্বাস্থ্য সম্পর্কিত সব ডাটাসেটকে একসঙ্গে সমবেত করা। স্বাস্থ্য ডাটাসেট থেকে তথ্য কম্পাইল করার প্রণালী দ্বারা, ইস্ট এ্যানজিলিনা বিশ্ববিদ্যালয়ের (ইউইএ) একদল গবেষক এমন একটি পদ্ধতি তৈরি করার চেষ্টা করছেন, যার মাধ্যমে মানুষ কতদিন বেঁচে থাকবে তা অনুমান করা সম্ভব হবে এবং এটি মানুষকে তাদের জীবদ্দশায় আরো বেশি বুদ্ধিমত্ত্বার সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ করতে সাহায্য করবে।
এই বছরের শুরুর দিকে এই গবেষক দলটি যুক্তরাজ্যের এ্যাকটুয়ারিজ ইনস্টিটিউট এবং অনুষদ থেকে ৮ লাখ বিট্রিশ পাউন্ড অনুদান পেয়েছেন গবেষণার জন্য। চার বছর মেয়াদি এ প্রকল্পের অংশ হিসেবে, ইউইএ-এর গবেষক দলটি মানুষের জীবনধারা এবং রোগের ওপর ‘বড় বড় তথ্যগুলো’ একসঙ্গে করবে যাতে করে একটি মডেল দাঁড় করানো যায়, যা মানুষের আয়ুষ্কালের পূর্বাভাস দিতে পারবে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের শর্ত এবং এর প্রভাব এবং চিকিৎকার ওপর আলোকপাত করতে পারবে।
ইউইএ’র স্কুল অব কম্পিউটিং সায়েন্সের অধ্যাপক এলেনা কুলিনস্কাইয়া, যিনি এই গবেষক দলটির নেতৃত্ব দিচ্ছেন, এক ব্যাখ্যায় বলেন, ‘আমরা এমন একটি সফটওয়্যার টুলস গড়ে তুলতে চাই যা নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা প্রদানকারীর দ্বারা সংগৃহীত তথ্য ব্যবহার করে মানুষের দীর্ঘায়ুর বড় পূর্বাভাস দিতে পারবে।’
‘আমরা যখন বড় কোনো ডাটা সম্পর্কে কথা বলি তখন আমরা মনে করি এসব ডাটা সুবিশাল জটিল এবং বিশ্লেষণ করা কঠিন।’
‘আমরা এটি ব্যবহার করতে সক্ষম হতে চাই যেন সংগৃহীত দীর্ঘমেয়াদী বড় মাপের জনসংখ্যার তথ্যের ওপর ভিত্তি করে পরিসংখ্যানগতভাবে আয়ুষ্কাল আমরা বুঝতে পারি।’
এই প্রকল্পে বিষয়ভিত্তিক বিভিন্ন বিশেষজ্ঞদের যুক্ত করা হবে যাদের মধ্যে থাকবে তথ্য বিশ্লেষক, ইউইএ মেডিকেল স্কুলের কম্পিউটার বিজ্ঞানী ও চিকিৎসা কর্মী। এছাড়াও গবেষক দলটি আভিভা বীমা কোম্পানির টেকনিক্যাল বিশেষজ্ঞদের সহায়তায় পাবে।
অধ্যাপক কুলিনস্কাইয়া এর মতে, গবেষক দলটি সেই সব মূল কারণগুলো চিহ্নিত করতে চায় যা আমাদের আয়ুষ্কাল, জীবনধারা্, পছন্দ, চিকিৎসাবিদ্যা শর্ত এবং ধূমপান ছাড়তে না পারার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে।
তিনি বলেন, ‘আমরা বিশেষভাবে জানতে আগ্রহী যে কীভাবে বিভিন্ন ক্রনিক রোগ এবং তাদের চিকিৎসা মানুষের আয়ুষ্কাল এ প্রভাব ফেলে।’
রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment