Tuesday, 12 April 2016

90 years old vs job in CA USA

৯০ বছরেও অবসর নেননি তিনি

এসএন : রাইজিংবিডি ডট কম
Published:12 Apr 2016   03:15:49 PM   Tuesday   ||   Updated:12 Apr 2016   06:42:58 PM   Tuesday
৯০ বছর বয়সি গ্রিফিংস এখনো চাকরি করছেন

৯০ বছর বয়সি গ্রিফিংস এখনো চাকরি করছেন

আন্তর্জাতিক ডেস্ক : দিন গড়িয়ে বছর পার হলেই যে বয়স বাড়ে না, তারই যেন প্রমাণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান ফ্রানসিসকোর ৯০ বছর বয়সি এলিনা গ্রিফিংস। ৭০ বছর ধরে একই হাসপাতালে কাজ করছেন কিন্তু অবসরের কথা চিন্তাও করেননি।

জীবনের ৯০ বছর পার করলেও তিনি বয়সের ভারে নুয়ে পড়েননি। এখনো পর্যন্ত পূর্ণোদ্যমে কাজ করে চলেছেন। এখনো তার মুখে হাসি লেগে থাকে। চেহারায় নেই ক্লান্তির ছাপ।

গ্রিফিংস জানান, যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকোর সাট্টার হেলথ আলটা বেটস সামিট মেডিক্যাল সেন্টারে কাজ করছেন ৭০ বছর ধরে। শিগগিরই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

সাট্টার হেলথ আলটা বেটস সামিট মেডিক্যাল সেন্টারের মুখপাত্র ক্যারোলিন কেম্প জানান, সম্প্রতি গ্রিফিংসের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে গ্রিফিংস একই কর্মস্থলে বিভিন্ন পদে চাকরি করেছেন। আমরা দেখেছি, তিনি তার কাজ উপভোগ করেন।

গ্রিফিংস জানান, তিনি কাজে আসতে কথনো দেরি করেন না। কাজের সবকিছুই তিনি উপভোগ করেন। তিনি রোগীদের কথা আগে বিবেচনা করেন। যদি কাউকে সাহায্য করতে পারেন, তাহলে খুবই ভালো লাগে তার। তিনি কাজে অবহেলা করেন না।

গ্রিফিংস তার ৭০ বছরের কর্মজীবনে মাত্র চারদিন অসুস্থতার ছুটি নিয়েছেন। প্রায় ১৫ বছর আগে ওই চার দিন ছুটি নেন তিনি।

গ্রিফিংস ১৯৪৬ সালের ১ এপ্রিল ২০ বছর বয়সে কাজে যোগ দিয়েছিলেন। তখন হাসপাতালটির নাম ছিল আলটা বেটস কমিউনিটি হসপাতাল। গ্রিফিংস প্রথমে ল্যাবরেটরিতে প্যাথলজিস্ট হিসেবে কাজ শুরু করেন, যেখানে তিনি ব্যাঙ ও খরগোশকে ইনজেকশন দিতেন এবং তাদের মূত্র অপসারণ করতেন। দ্রুতই তিনি এ বিষয়ে বিশেষজ্ঞ হয়ে ওঠেন। এরপর ১০ বছর অন্য বিভাগে কাজ করেন। পরে যোগ দেন বার্ন সেন্টারে। এখানে তিনি ২২ বছর ধরে আছেন।

গ্রিফিংস বলেন, আমি ২০ বছর বয়সে যেভাবে কাজ করেছি এখনো সেভাবেই কাজ করছি। এর মধ্যে কোনো তফাত দেখতে পাই না। আমি সত্যিই ভাগ্যবতী।

গ্রিফিংস ততদিন কাজ করে যেতে চান, যতদিন কর্তৃপক্ষ তাকে সুযোগ দেবে।



রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৬/এসএন/রাসেল পারভেজ

No comments:

Post a Comment