ইমোজি’র অজানা তথ্য
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:14 Apr 2016 12:39:18 PM Thursday || Updated:14 Apr 2016 01:04:58 PM Thursday

তাই মনের ভাব প্রকাশে কথার চেয়ে ইমোজির ব্যবহারই বেশি হচ্ছে। জেনে নিন, ইমোজি নিয়ে বেশ কিছু তথ্য।
* জাপানি শব্দ ‘ইমোডজি’ থেকে ‘ইমোজি’ শব্দটির উৎপত্তি। এর অর্থ ‘স্মাইলি’ অর্থাৎ ‘হাসিমুখ’।
* ২০১২ সাল থেকে ইমোজি জনপ্রিয়তা লাভ করে। তবে ১৯৯৯ সাল থেকেই ইমোজি’র অস্তিত্ব ছিল। ২০১২ সালে অ্যাপেল তাদের আইফোনে প্রথম ‘ইমোজি’ ব্যবহার করলে তা জনপ্রিয়তার শিখরে পৌঁছায়।
* জাপানের ডেকোমো মোবাইলের ‘আইমোড-মোবাইল ইন্টারনেট প্লাটফরম’ এর ডিজাইনার সাইগেটা কিউরিটা ১৯৯৯ সালে ইমোজি উদ্ভাবন করেন।
* ২০১৪ সাল থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইমোজি’র দাপট শুরু হয়।
* সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রথম ইমোজি ব্যবহার করে টুইটার।
* ২০১৩ সালে অক্সফোর্ড ডিকশনারি ‘ইমোজি’ শব্দটিকে তাদের অভিধানে স্থান দেয়।
* আমেরিকার বাস্কেটবল প্লেয়ার মাইকেল স্কট এবং পপ তারকা মাইলি সাইরাস প্রথম ‘ইমোজি’-র ট্যাটু এঁকেছিলেন তাদের শরীরে।
* ২০১৪ সালের জুন মাসে ২৫০টি নতুন ইমোজি প্রকাশিত হয়।
* ‘হার্ট’-শেপের ইমোজি সবচেয়ে বেশি ব্যবহার হয়।
* ইমোজি নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হয়েছে।
* অ্যাপ স্টোরগুলোতে রয়েছে ইমোজির জন্য আলাদা অ্যাপও। এই অ্যাপের সাহায্যে ‘ইমোজি সেলফি’ সুবিধাও পাওয়া যায়।
রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment