ইলিশের হালি ২৪ হাজার টাকা
মামুন : রাইজিংবিডি ডট কম
Published:05 Apr 2016 02:17:52 PM Tuesday

তবে বাঙালির সর্বজনীন প্রিয় উৎসব বাংলা নববর্ষের আগে বাজারে এই মাছের সরবরাহ নেই বললেই চলে। অপরদিকে ইলিশের দামও আকাশ ছোঁয়া। বর্তমান বাজার অনুযায়ী বড় আকারের এক হালি ইলিশের দাম ২৪ হাজার টাকা। বাংলা নববর্ষকে সামনে রেখে ইলিশের দাম বেড়েছে কয়েকগুন। তাই মধ্যবিত্ত পরিবারের জন্য ইলিশ পহেলা বৈশাখে অধরাই থেকে যাবে বলে মনে করছেন ক্রেতারা।
ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিনের বৃষ্টি ও সরবরাহ না থাকায় দাম কিছুটা বেড়েছে বলে মনে করছেন তারা।
মঙ্গলবার রাজধানীর শান্তিনগর, খিলগাঁও ও ফকিরাপুল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীদের মতে বর্তমানে অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতেও ইলিশের দাম বেড়ে গেছে। আকারভেদে মণপ্রতি ইলিশের দাম বেড়েছে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ফলে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ মাছের দাম।
এদিকে, সাপ্তাহিক বাজার করতে এসে ক্রেতারা ঢুঁ মারছেন ইলিশ মাছের দোকানগুলোতে। দাম এত বেশি যে, এ নিয়ে ক্রেতারা নানা মন্তব্যও করছেন। কেউ বলছেন, বৈশাখ আসছে তাই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। মাছের দাম নিয়ে কারসাজি করা হচ্ছে বলেও কারো কারো মন্তব্য।
জানতে চাইলে শান্তিনগর বাজারের ইলিশ মাছের ক্রেতা জুয়েল চন্দ্র রাইজিংবিডিকে বলেন, বৈশাখ আসতে সপ্তাহ খানেক বাকি। ফলে ইলিশের দাম বাড়িয়ে দিয়েছে প্রায় কয়েকগুণ। মনে হচ্ছে পান্তা-ইলিশ এবার আর খাওয়া যাবে না।
তবে বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম কিন্তু চাহিদা বেশি। তাই অন্য সময়ের চেয়ে ইলিশ মাছের দাম বেশি।
চাহিদা বাড়ায় কোনো হিসাব-নিকাশ না করেই বেশি দামে বিক্রি করা হচ্ছে ইলিশ মাছ। আধাকেজি ওজনের এক হালি ইলিশের দাম চার হাজার থেকে পাঁচ হাজার টাকা। দুই সপ্তাহ আগে এক হাজার থেকে দেড় হাজার টাকা ছিল। চাহিদার তুলনায় সরবরাহ কম হলে সামনে সঙ্কট আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৬/মামুন/এসএন
No comments:
Post a Comment