Friday, 8 April 2016

Shahruk Khan fun in Bangladesh

‘ধন্যবাদ বাংলাদেশ’

মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:09 Apr 2016   11:15:20 AM   Saturday   ||   Updated:09 Apr 2016   11:37:53 AM   Saturday
শাহরুখ খান

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের পরবর্তী সিনেমা ফ্যান। এ সিনেমার অ্যানথেম ‘জাবরা ফ্যান’ গানটি এরই মধ্যে সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

এর আগে সাতটি ভাষায় তৈরি করা হয় ফ্যান অ্যানথেম ‘জাবরা ফ্যান’। সম্প্রতি প্রিয় অভিনেতা শাহরুখকে উৎসর্গ করে এই ফ্যান অ্যানথেমের একটি সংস্করণ তৈরি করে এ অভিনেতার কিছু বাংলাদেশি ভক্ত। আর বিষয়টিতে খুবই খুশি কিং খান।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে ভিডিওটি তৈরির জন্য বাংলাদেশি ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন শাহরুখ। পাশাপাশি ভক্তদের তৈরি ভিডিওটি তিনি শেয়ার করেছেন।

বিশ্বজুড়ে শাহরুখ ভক্তের সংখ্যা কম নয়। ফ্যান সিনেমাটি মুক্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তের শাহরুখ ভক্তরা তাকে নিয়ে তৈরি করছেন ভিডিও চিত্র। বিশেষ করে তার ‘জাবরা ফ্যান’-এর সঙ্গে নেচে ভক্তরা করছেন শাহরুখ বন্দনা।

‘জাবরা ফ্যান’ গানটির হিন্দি সংস্করণের কম্পোজ করেছেন বিশাল দাদলানি এবং শেখর রাভজিয়ানি। এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ। এছাড়া গানটি বাংলা, মারাঠি, ভোজপুরি, তামিল, পাঞ্জাবি, গুজরাটি সংস্করণেও তৈরি হয়েছে। আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে ফ্যান সিনেমাটি।

দেখুন : শাহরুখকে উৎসর্গ করা বাংলাদেশি ভক্তদের ভিডিও
http://www.risingbd.com/%E2%80%98%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E2%80%99/155516



রাইজিংবিডি/ঢাকা/৯ এপ্রিল ২০১৬/মারুফ/শান্ত

No comments:

Post a Comment