Saturday, 23 April 2016

Crocodile given egg

আবারও ডিম দিয়েছে দিঘির কুমির

টুটুল : রাইজিংবিডি ডট কম
Published:23 Apr 2016   12:48:53 PM   Saturday   ||   Updated:23 Apr 2016   03:12:51 PM   Saturday
এই কুমিরটিই ডিম দিয়েছে

এই কুমিরটিই ডিম দিয়েছে

আলী আকবর টুটুল, বাগেরহাট : বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান (রহ.) মাজারের দিঘির কুমির আবারও ডিম দিয়েছে। প্রাকৃতিক উপায়ে বাচ্চা ফুটবে আশা করছেন মাজারের খাদেম ও স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ।

গত বছরও স্থানীয় প্রশাসন কৃত্রিম উপায়ে মিঠাপানির কুমিরের ডিম ফোটানোর প্রচেষ্টা চালিয়েছিল। তবে সে উদ্যোগ ভেস্তে যায়।

মাজারের খাদেমরা জানান, এবার মাজারের দিঘির দক্ষিণ পাড়ের একটি বাড়ির ভিটায় কুমির সপ্তাহ দুয়েক আগে ৪৫টি ডিম পাড়ে। ডিমগুলোতে তা দিতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য স্থানটি নিরাপত্তাবেষ্টনী তৈরি করে ঘিরে রাখা হয়। তবে খাদেমরা আশাবাদী এবার প্রাকৃতি উপায়ে ডিম থেকে বাচ্চা ফুটবে।

মিঠাপানির কুমিরের প্রজাতি হিসেবে ২০০৫ সালে ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে ছয়টি কুমির এনে এই মাজারের দীঘিতে ছাড়া হয়। আগে থাকা কুমিরের সঙ্গে আনা কুমিরের বনিবনা না হওয়ায় মারামারিতে কালাপাহাড় গুরুতর আহত হয়। এর কিছুদিন পর কালাপাহাড় মারা যায়। এরপর খানজাহানের হাতে ছাড়া অবশিষ্ট থাকে ধলাপাহাড়। সেটিও ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মারা যায়।

বাগেরহাট খানজাহান (রহ.) মাজারের প্রধান খাদেম শের আলী ফকির জানান, ২০০৫ সালের মাদ্রাজ থেকে আনা কুমির গত কয়েক বছর ধরে ডিম দিলেও তাতে নতুন করে কোনো বাচ্চা ফুটছে না। গত বছর জেলা প্রশাসন কুমিরের ডিম সংগ্রহ করে তা দিয়ে কৃত্রিম উপায়ে ডিম ফুটানোর উদ্যোগ নেয়। এতে সহযোগিতা করেছিল বেসরকারি সংস্থা এসিআই। কিন্তু সে উদ্যোগ সফল হয়নি। এবারও উদ্যোগ নেওয়া হয়েছে। বাচ্চা ফুটবে বলেও আশাবাদী তারা।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, ‘গত বছর এই দিঘির একটি কুমির ৫৫টি ডিম পাড়ে। প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল সেখানে গিয়ে ২২ ডিম সংগ্রহ করে তা দিয়ে কৃত্রিম উপায়ে বাচ্চা ফুটাতে ইনকিউবেটরে বসায়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা না ফোটায় এবার প্রাকৃতিক উপায়ে বাচ্চা ফোটানোর জন্য সব ধরনের বিষয়ে খেয়াল ও পরামর্শ দেওয়া হচ্ছে।




রাইজিংবিডি/বাগেরহাট/২৩ এপ্রিল ২০১৬/টুটুল/টিপু/এএন

No comments:

Post a Comment