সাপের কাছে হারল ঈগল
এসএন : রাইজিংবিডি ডট কম
Published:30 Apr 2016 12:59:40 PM Saturday || Updated:30 Apr 2016 02:17:25 PM Saturday

সাপের মুখ থেকে মাছটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে ঈগল
বেশ কিছুক্ষণ ধরেই ক্ষুধার্ত ঈগলটি একটি মাছ লক্ষ্য করে উড়ছিল। সুযোগের অপেক্ষায় ছিল ছোঁ মারার। এরই মধ্যে আরেকটি সাপও একই মাছ লক্ষ্য করে এগোচ্ছিল। অবশেষে ঈগলটি ছোঁ মারার আগেই ওই মাছ ধরে ফেলে সাপটি। কিন্তু ঈগলটিও হারবার পাত্র নয়। সাপের মুখ থেকেই ছিনিয়ে নিতে যায় খাবার। কিন্তু তাকে ফিরতে হয় ব্যর্থ হয়ে।
ছবিতে দেখুন সাপ ও ঈগলের খাবার নিয়ে লড়াইয়ের দৃশ্য।
দুজনের কেউই তাদের শিকার ছাড়তে রাজি নয়। তাই শিকার দখল করতে শূন্যে দুজনের লড়াই
অবশেষে বিজয়ী সাপ আর দেরি করতে রাজি নয়। ঈগলের থাবা থেকে ছিনিয়ে নিয়ে শিকার গিলে ফেলার চেষ্টা
কাঙ্ক্ষিত খাবার রেখে ফিরে যেতে হচ্ছে ঈগলটিকে
রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৬/এসএন/ এএন
No comments:
Post a Comment