ভাগ্নেকে যা উপহার দিলেন সালমান
মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:07 Apr 2016 11:51:30 AM Thursday || Updated:07 Apr 2016 12:37:08 PM Thursday

ছবির কোলাজ
এদিকে ভাগ্নেকে পেয়ে ভীষণ খুশি মামা সালমান খান। সেই খুশিতেই ভাগ্নে আহিলকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন সাল্লু মামা।
গত ৩০ মার্চ প্রথম সন্তান আহিলের জন্ম দেন সালমানের বোন অর্পিতা। এরপর গত ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন অর্পিতা ও আয়ুশ। আর সবাইকে অবাক করে দিয়ে ভাগ্নের জন্য উপহার হিসেবে কালো রঙের একটি বিএমডব্লিউ নিয়ে হাজির হন সালমান খান। সেই গাড়িতে করেই বাড়িতে আসেন আহিল।
বলিউড তারকাদের মধ্যে বড় মনের মানুষ হিসেবে সালমানের খ্যাতি অনেক আগে থেকেই। প্রায় সময়ই বন্ধু এবং ঘনিষ্ঠদের বিভিন্ন দামি উপহার দিয়ে খবরে এসেছেন তিনি। সে ক্ষেত্রে ভাগ্নেকে যে বিশেষ কিছু উপহার দেবেন, তা ধারণা করছিলেন সবাই।
রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৬/মারুফ/ এএন
No comments:
Post a Comment