Tuesday, 12 April 2016

UFO info

জ্বলন্ত আগ্নেয়গিরির পাশে দেখা মিলল ভিনগ্রহবাসীর (ভিডিও)

আহমেদ শরীফ : রাইজিংবিডি ডট কম
Published:10 Apr 2016   08:09:30 AM   Sunday   ||   Updated:10 Apr 2016   10:47:21 AM   Sunday
জ্বলন্ত আগ্নেয়গিরির পাশে দেখা মিলল ভিনগ্রহবাসীর (ভিডিও)
আহমেদ শরীফ: পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সময় ভিনগ্রহবাসীর মহাকাশযান ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দেখা যাওয়ার খবর পাওয়া যায়। মেক্সিকোতেও এমন এক ইউএফও দেখা গেলো। আর সে দৃশ্য ধারণ হলো ভিডিওতে। পোপোকেটেপটেল নামের আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হচ্ছিলো অনবরত। তাই অনেকগুলো ক্যামেরা তাক করা ছিলো ঐ আগ্নেয়গিরির দিকে। আর এতেই ধরা পড়ে রহস্যময় এ ঘটনা ।

ভিডিওতে দেখা যায়, লম্বা একটি মহাকাশযান জ্বলন্ত আগ্নেগিরিটির পাশ ঘেঁষে উড়ে চলে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তা আগ্নেয়গিরির আড়ালে চলে যায়। একটু পরই তাকে আবারো উড়তে দেখা যায়। যে প্রত্যক্ষদর্শী এই দৃশ্য ধারণ করেছেন, তার দাবি এটা তার তৈরি প্রতারণামূলক কোনো ভিডিও নয়।

প্রথমে ওয়েবক্যামস ডি মেক্সিকো ডটকম সাইটে ভিডিওটি আপলোড করা হয়। পোপোকেটেপটেল আগ্নেয়গিরি এলাকায় এ ধরনের ইউএফও দেখার ঘটনা প্রথম নয়। এর আগে গত দুই বছরে সেখানে কয়েকবার এমন রহস্যময় মহাকাশযান দেখার দাবি করেছেন স্থানীয়রা। তবে এবার দেখা যাওয়া মহাকাশ যানটি কেন উত্তপ্ত লাভা নির্গত হওয়া আগ্নেয়গিরির পাশ দিয়ে ঘুরে গেলো সেটাও একটা রহস্যময় প্রশ্ন।

বিজ্ঞানীরা প্রাথমিকভাবে মন্তব্য করেছেন, এটা কোনো যাত্রীবাহী বিমান হতে পারে না। কারণ লাভা, ধোঁয়া, পাথর নির্গত হওয়া আগ্নেয়গিরির এতো কাছ ঘেঁষে কোনো বিমান উড়ে যাবে না। তবে বিষয়টি আরো গবেষণার দাবি রাখে। যদিও বেশিরভাগ স্থানীয় দাবি করেছেন ঐ আগ্নেয়গিরিটি আসলে ভিনগ্রহবাসীদের ঘাঁটি!

এমন হতেও পারে। এই রহস্য উদঘাটন করতে আরো গবেষণার জন্য অপেক্ষা করতে হবে আমাদের।

ভিডিও  :
 http://www.risingbd.com/%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A7%9F%E0%A6%97%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/155623


রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৬/তারা

No comments:

Post a Comment