Tuesday, 5 April 2016

Smoking restricted in Dhaka University area


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধূমপান নিষিদ্ধ

ইয়ামিন : রাইজিংবিডি ডট কম
Published:05 Apr 2016   11:59:11 AM   Tuesday   ||   Updated:05 Apr 2016   03:11:01 PM   Tuesday
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধূমপান নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনসহ সকল অনুষদ, ইনস্টিটিউট, অফিস, ক্লাস, গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২১ মার্চ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক ড. নূর-ই-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কেউ এ নিষেধাজ্ঞা অগ্রাহ্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে।


রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৬/ইয়ামিন/সাইফুল/এএন

No comments:

Post a Comment