যে কারণে ভারতীয় তরুণের ডোমেইন কিনলেন জাকারবার্গ
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:17 Apr 2016 03:56:22 PM Sunday || Updated:17 Apr 2016 04:08:20 PM Sunday

কিন্তু ইন্টারনেট ডোমেইন অধিগ্রহণটা কখনো কখনো প্রভাবশালী ব্যক্তিদের জন্যও একটু কঠিন হতে পারে।
আর সেজন্যই সম্প্রতি বিশেষ একটি ডোমেইন কেনার জন্য ভারতে কোচির ১৬ বছরের এক তরুণের কাছে ধরণা দিতে হয়েছে ফেসবুককে।
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভারতীয় এক তরুণের কাছ থেকে একটা বিশেষ ডোমেইন নামের মালিকানা নিয়েছে ফেসবুক। কোচির কেএমইএ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ১৬ বছর বয়সী অমল অগাস্টিনের কাছ থেকে বিশেষ ডোমেইন কিনে নিয়েছেন ফেসবুক স্রস্টা মার্ক জাকারবার্গ।
ভারতের এই তরুণ ২০১৫ সালের ১ ডিসেম্বরে জাকারবার্গ দম্পতির কন্যার জন্মের পরপর ওই ডোমেইনটি কিনে নিয়েছিলেন। ফেসবুকের স্রষ্টার মেয়ের নাম ‘ম্যাক্স’, স্ত্রীর নাম ‘চ্যান’ এবং ‘জাকারবার্গ’ নামের অংশ নিয়ে ‘ম্যাক্সচ্যানজুকারবার্গ ডট অর্গ’ নামে একটি ডোমেইন রেজিস্ট্রেশন করেছিলেন অমল অগাস্টিন।
সম্প্রতি অমলের সঙ্গে ফেসবুক একটি চুক্তি করেছে। চুক্তিটি ছিল, অমলের ম্যাক্সচ্যানজুকারবার্গ ডট অর্গ নামের ডোমেইন কিনে নেওয়ার জন্য।
ইন্টারনেটে বিভিন্ন নামে ডোমেইন কিনে সামান্য আয় করাই অমলের শখ। ফেসবুক কর্তৃপক্ষও মাত্র ৭০০ মার্কিন ডলারে অমলের ওই ডোমেইন কিনে নিয়েছে।
অমল বলেন, আমি কিছু কিছু ডোমেইন রেজিস্ট্রেশন করেছি এবং কিছু সময়ের জন্য আমি এটি করে থাকি। আমি ওই ডোমেইন রেজিস্ট্রেশন করেছিলাম গত ডিসেম্বরে যখন তাদের মেয়ের জন্ম হয়। পরে ইন্টারনেটে ডোমেইন রেজিস্ট্রেশন কোম্পানি গোডেডির (GoDaddy) কাছে থেকে একটি ই-মেইল আসে। ই-মেইলে তার কাছে জানতে চাওয়া হয়, ওই ডোমেইন বিক্রি করা হবে কিনা এবং কত অর্থ নেবেন।
ই-মেইলের জবাবে অমল বলেন ৭০০ মার্কিন ডলারে এটি বিক্রি করবেন। কিন্তু তার সঙ্গে যখন লেনদেন একেবারেই চূড়ান্ত পর্যায়ে আসে তখন জানতে পারেন গোডেডি নয়, তার সঙ্গে যোগাযোগ করেছিলেন ফেসবুক কর্তৃপক্ষ। জাকারবার্গের বিভিন্ন চুক্তি নিয়ে কাজ করে ভারতের আইকনিক ক্যাপিটাল নামের একটি কোম্পানি। এর ব্যবস্থাপক সারা চ্যাপেল ওই মেইল করেছিলেন।
পরে সাতদিনের মধ্যে ভারতীয় এই তরুণের সঙ্গে ডোমেইন নামটি অধিগ্রহণের চুক্তি সম্পন্ন করে ফেসবুক। চুক্তির সময় লেটারহেডে ২১ বছর বয়সী অমল দেখতে পান ফেসবুকের নাম। রীতিমতো চমকে উঠেন তিনি। তখন আর দরাদরির অবকাশ ছিল না। তবে জাকারবার্গের সঙ্গে ব্যবসা করতে পেরেই খুশি অমল।
রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment