‘ফাইন্ডিং নিমো’কে হার মানাল অক্টোপাস
মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:13 Apr 2016 03:16:57 PM Wednesday || Updated:13 Apr 2016 03:33:03 PM Wednesday

অক্টোপাস ইনকি
হ্যাঁ, এমনটাই ঘটেছে নিউজিল্যান্ডের একটি ন্যাশনাল অ্যাকুরিয়ামে। সেখান থেকে পালিয়ে গেছে ইনকি নামের একটি পুরুষ অক্টোপাস। ধারণা করা হচ্ছে, অক্টোপাস এখন ঘুরে বেড়াচ্ছে প্রশান্ত মহাসাগরে।
জানা গেছে, নিউজিল্যান্ডের সমুদ্র তীরবর্তী শহর নেপিয়ারের একটি অ্যাকুরিয়ামে ছিল ইনকি। সেই অ্যাকুরিয়ামের ছোট্ট একটি ফাঁক দিয়ে সে পালিয়ে গেছে। ইনকি যে ট্যাংকে ছিল তার পরিচ্ছন্ন কাজ করার সময় অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে ইনকি প্রথমে মেঝেতে পড়ে এরপর পিছলে গিয়ে ৬ ইঞ্চি প্রশস্ত একটি ড্রেনের পাইপ দিয়ে সে পালিয়ে যায়। আর পাইপটির অপর প্রান্ত পৌঁছেছে প্রশান্ত মহাসাগরে।
অ্যাকুরিয়ামের ম্যানেজার রব ইয়ারেল নিউজিল্যান্ড হেরাল্ড এবং রেডিও নিউজিল্যান্ডকে জানান, অ্যাকুরিয়ামের কর্মীরা তখন মেঝেতে পানির ছাপ দেখতে পান তখন বুঝতে পারেন অক্টোপাসটি পালিয়ে গেছে। রেডিও নিউজিল্যান্ডের তথ্য মতে, ঘটনাটি ঘটেছে আরো কয়েক মাস আগে কিন্তু সম্প্রতি খবরটি ফাঁস হয়েছে।
এদিকে অ্যাকুরিয়ামটিতে আরো একটি অক্টোপাস ছিল কিন্তু ইনকি পালালেও অপরটি দিব্যি রয়েছে সেখানে। এটির ওপর এখন বিশেষ নজর রাখছেন কর্তৃপক্ষ।
রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৬/মারুফ
No comments:
Post a Comment