বিবাহিত পুরুষে মজেছেন তারা
আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:30 Apr 2016 02:03:52 PM Saturday || Updated:30 Apr 2016 02:16:44 PM Saturday

ছবির কোলাজ
বলিউডে অনেক অভিনেত্রী রয়েছেন যারা ভালোবেসে বিয়ে করেছেন কিন্তু বিবাহিত পুরুষদের। এবার এই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বলিউডের যেসব অভিনেত্রীরা বিবাহিত পুরুষদের বিয়ে করেছেন এমন অভিনেত্রীদের নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
প্রথম স্ত্রী নউরিনের সঙ্গে ডিভোর্সের পর ১৯৯৬ সালে অজহারউদ্দিন বিয়ে করেন সঙ্গীতা বিজলানিকে। কিন্তু ২০১০ সালে ডিভোর্স হয় তাদের।
শিল্পপতি অনিল থান্ডানিকে ২০০৪ সালে বিয়ে করেন রাবিনা ট্যান্ডন। এর আগে একবার বিয়ে করেছিলেন অনিল।
শিল্পপতি রাজ কুন্দ্রা তার প্রথম স্ত্রী কবিতাকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন অভিনেত্রী শিল্পা শেঠীকে।
অমৃতা সিংহের সঙ্গে দীর্ঘ দিনের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে সাইফ আলী বিয়ে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে।
করণ সিংকে বিয়ের করে এবার এই তালিকায় নাম লেখাচ্ছেন বিপাশা বসু।করণ এর আগেও আরো দু’বার বিয়ে করেছিলেন।
রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৬/শান্ত
No comments:
Post a Comment